Posts

Showing posts from February, 2024

হিরো আলম - মুশফিক বরাত

ঐ দ্যাখো ঐ চাঁদাবাজ যায় মাস্তানদের আনাগোনা এখানে সর্বত্র পুলিশের মারপিটে, জেল-জরিমানার ভয় কাটে না তারাই নায়ক, তারাই হিরো। হাজারো সাকিব আল হাসানের ভীড়ে; হারিয়ে যায় প্রতিদিন হলিউড-বলিউড এসে পড়েছে অচেনা রাস্তায় ঐ কৈশোরের রাস্তায়, নর্দমার পাশে যেখানে আছে শুধু লাঞ্ছিত মানুষের পদচারণা।

ব্রাত‍্য - মুশফিক বরাত

একটা প্রশ্ন জাগে মনে পৃথিবীর কোনো দেশের পতাকায় বেগুনি রঙ নেই কেন? বসন্তের হলুদ আছে, ভালোবাসার নীল আছে, আছে প্রকৃতির সবুজ। বরাতবাদীদের জ্বলজ্বলে স্টার বিদ‍্যমান এখনো যেমনি বিপ্লবের রঙ লাল।

নিপা টয়েস - মুশফিক বরাত

সাজানো ল‍্যাসিকে গোল্ডেন বার্ড সাজানো বাগানে প্রাণ ভ্রমরার গুঞ্জরণ ইউনিভার্স ল‍্যাসোতে আমন্ত্রণ তোমাকে সুন্দরী- দেখেছি ফোর্থ ডাইমেনশনে সুন্দরী ললনাদের আনাগোনা-নগ্নতা ফিরেছি আবারো। দৈর্ঘ‍্য, প্রস্থ, উচ্চতা ও সময়ে মেপেছি তোমাকে। নাঙ্গা দুনিয়ায়, অশ্লীল পৃথিবীতে একমাত্র মুসলিম খুঁজে ফেরে পথ তার লক্ষ্য অবিচল, দৃঢ়তায় স্থিরঃ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের সমূলে বিনাশ এ এক অভিনব দুনিয়া, আজব পৃথিবী তার অভিমত কমিউনিস্টদের সগৌরব বিজয়। অন‍্যদিকে কাদা ছোড়াছুড়ির বিশ্রী দুবাই। দেখেছি অলস ইবাদত আর খ্রিস্টান বুড়োর সুঠাম দেহ পলকে। গোল্ডেন বার্ডে শুধু নিপা টয়েস তাকিয়ে রইল অপলক। তারিখঃ ০২.০২.২০২৪ ইং উৎসর্গঃ আমার আব্বু ইসফাক রহমান হৃদয়