Posts

Showing posts from September, 2021

কখনো আনন্দে, কখনো প্রতিবাদে --- মুশফিক বরাত

আমাকে থমকে দেয় আনন্দে বারবার ধানক্ষেতের সোনালী বাতাস, প্রজাপতি, দূর আকাশে সূর্যের ঐ বিচিত্র খেলা, সভ‍্যতার নষ্ট যান্ত্রিকতামুক্ত লবণের দানার মতো জলেঘেরা ময়নাদ্বীপে হোসেনের স্বপ্ন। আমাকে থমকে দেয় বারবার উল্লাসে সাত রঙমুগ্ধ রংধনু, বৃষ্টি, কবিতার ব‍্যাকুল করা লাইন, কমিউনিজম, হারমোনিয়াম, সুমনের গান, আম্মুর বুকের কোমল উত্তাপে মমতায় ঘুম এসে যায় নিমেষেই নিশ্চিন্তে আমার অজান্তে, আনন্দে থেমে যাই। তাই থমকে দাঁড়াই উল্লাসে। আমাকে থমকে দেয় ক্রোধে বারবার লোডশেডিং, সন্ত্রাস, ধর্মান্ধতা, বিশ্বায়ন, সংসদ নির্বাচন, কারখানার অনিয়ন্ত্রিত কালো ধোঁয়ায় ক্ষতবিক্ষত আকাশের বুক; আমাকে বাধ‍্য করে ক্ষুব্ধ হ'তে, বিক্ষোভে জ্বলন্ত অগ্নি হ'তে। সাম্রাজ‍্যবাদের আক্রমণে দিশেহারা ইরাক আর বিধ্বস্ত আফগানিস্তান আমাকে প্রতিবাদে লাল শ্লোগানের ডাক দেয়। তাই থমকে দাঁড়াই ক্রোধে, বিক্ষোভে, প্রতিবাদে।

আমি তোমাকে ভালবাসি --- মুশফিক বরাত

সবুজে সবুজে সীমাহীন সুখ, শ‍্যামল পৃথিবীর বুক রক্তে রক্তে রঙ্গিন, ধূ-ধূ ঘাসে- মাঠে রেখে মাথা তাকালাম চারিদিক। দরদী আকাশের চোখে রেখে চোখ, নীলে নীলে জুড়াল নয়ন। প্রেমে পড়ি নীলাকাশের। রূপসী বৃক্ষের হাতে রেখে হাত, ডালে ডালে মিষ্টি বাতাস। প্রেমে পড়ি বৃক্ষের। মোহিনী মাটির ঠোঁটে রেখে ঠোঁট, গন্ধে গন্ধে হারাল তনু। প্রেমে পড়ি মাটির। তোমাদের ভাষায় যাকে বলে প্রস্তাব, আমি সেই প্রস্তাব নিয়ে এসেছি, আমি যে পৃথিবীর প্রেমে পড়েছি। এত দরদী, এত রূপসী, এত মোহিনী পৃথিবীর প্রেমে হৃদপিন্ড চিরে লিখেছি নাম। এই অতিতুচ্ছ আমি দাঁড়াই ওঁর সামনে, কিশোর অপরাধীর মতো ভয়ে ভয়ে তোতলিয়ে অস্পষ্ট উচ্চারণে বলি -আমি তোমাকে ভালবাসি।

একটি গান --- মুশফিক বরাত

আজকের দিনটা অন‍্যরকম ছিল মনটা মেতেছিল আকাশে নীলে নীলে মিশে মিশে; শীতল বাতাসে। ভালোলাগা ছিল তোমার প্রতি দিনটি দিনটি, আমার চিঠির ইতি ভুলোনা ভুলোনা। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ক্ষণিকের সবটুকু নিয়ে; এসোনা কাছে মেতেছে মনটা মেতেছে। আকাশের ভাঁজে ভাঁজে কী রূপ দেখেছি তোমার কাছে কী যেন শিখেছি ভুলিনি ভুলিনি। তোমাকে সাথে নিয়ে কত যে হেসেছি নীল জানালায় ভেসেছি- একটু পাবো ব'লে একটু পাবো ব'লে। ২৩/০৯/২০২১

জ্বলব আবার ---- মুশফিক বরাত

সূর্যের রং নিভে যায় শোষিতের আর্তচিৎকারে। এই বাংলাদেশের সবটাই এখনো অপূর্ণ ; দীঘিতে চিৎ হয়ে মরা মাছের মতো একটা আস্ত নমুনা ভেসে চলছে দিনের পর দিন। কী লাভ বল? কতটা দিন এভাবে একইভাবে ভেসে বেড়াব আমরা?মূল সমুদ্রে কখনো পৌঁছোব না? মহান একুশ তোমা হতেই আরম্ভ এই বাংলাদেশ এরপর ৬২, ৬৯ তারপর ৭১। এখন স্বাধীন। কিন্তু আমরা জানি এখনো পরাধীন এই বাংলাদেশ ; বুর্জোয়ার দল ঘিরে ফেলেছে তোমাকে। মাঝখানে অসংখ্য, অগণিত ভুখা, নাঙ্গা মানুষের দুমুঠো ভাতের যোগান এখনো দিতে পারেনি স্বাধীনতা। একুশ তোমাকে আশ্রয় করে আবার জ্বলে উঠতে চাই আন্দোলনে, মিছিলে-মিছিলে। কারণ তোমাতেই তো শুরু। 21/09/2021

আমাকে সঁপে বসন্তে --- মুশফিক বরাত

হাওয়ায় ওড়া ক্ষুব্ধ চুলের চোখজুড়ান শিল্পে কেঁপে উঠে বসন্তের কোকিল।যদিও কোকিল চিনিনা, দেখেছি বলেও মনে হয়না,তবুও কবি হবার দায়ে....... যা হচ্ছে আজকাল আরকি।এই বসন্তে ঘুমঘুম নিরালায় বসে একাকী রাতে উদাসী বাতাসে মন স্বপ্ন আনন্দে ধুয়ে ধুয়ে একাকার।রাতের গন্ধে অবিশ্বাসী মন নীলে কালোয় সমর্থন খুঁজে ফেরে বসন্তের।বসন্ত সোনালী দিনের প্রতীক, নতুন পৃথিবীর স্বপ্ন।শহুরে ঝুরঝুর সিমেন্টে প্রকৃতি কাছে এসে জড়িয়ে ধরেনি আমাকে, সিমেন্টের গন্ধে প্রকৃতি আর মাটির সুগন্ধ কোথায় হারিয়েছে আমাকে ফেলে নিরালায় সভ‍্যতার বিষবাষ্পে।বসন্ত উৎসবে মাতাল হয়নি জীর্ণ এ শরীর, হয়নিতো প্রকৃতির প্রশংসায় পঞ্চমুখ ফাল্গুনী হাওয়ায়, শুধুই আকাশের নীলে নীলে ভাঁজে ভাঁজে ভিজে দিশেহারা। প্রশংসা বাক‍্য নয়- নীলাকাশে হারানো বাক‍্য।

দুটো কথা -- মুশফিক বরাত

Open your eyes and see the world It is beautiful Touch me and feel- হৃদয়ে দোলা দিয়ে গেলে তুমি অপলক চেয়ে থাকা নির্মোহ দৃষ্টিতে বিষম তাড়া ছিল কী তোমার? আমি ফিরব বলেছিলাম। ১৮/০৯/২০২১

বৃষ্টিমুখর দিনে --- মুশফিক বরাত

কেউ আসবে বলে প্রতীক্ষায় আছি কত অমানিশা কেটে গেল, কত ভোর আসল পাখিরাও কিচিরমিচির শব্দে কাটিয়ে দিয়ে গেল বিকেল; বৃষ্টিও এসে জানান দিয়ে গেল হৃদয় তবু অপেক্ষায় আছি-তবু এলোনা। হঠাৎ আকাশে বিদ‍‍্যুৎ চমকালো মেঘেরাও গুরুগুরু গর্জে উঠলো সহসা আর্তনাদ করলো একটা কুকুর; একটা নিকৃষ্ট প্রাণী নির্মম-কী নিরীহ নীরবে লড়ে গেলো- কী লড়াই-কী বেদনা-কী গুরুগম্ভীর। এমন মুহূর্তে মনে পড়লো তোমাকে। তুমি কী আমাকে এভাবেই ভাবছ? আমি যেমন দিন-রাত। মনে পড়ে, সেই ঝড়-বাদলের দিন একা আমি একাই পার করে দিয়েছি একটা দুপুর সেই রূপোলি সিনেমা দেখে- যেটা আমাকে ভাবায়-খুব ভাবায়; আমি জানি সহসা কেঁপে উঠবে তুমিও সেটি আবার দেখতে চাই। বৃষ্টি আসবে বলে আবারো নির্জন প্রতীক্ষা নির্মোহ তাগিদ। অপলক চেয়ে থাকব তোমারও দিকে কোনো একদিন। ভেবেছ কী অসহ‍্য যন্ত্রণা কাজ করে ভেতরে ভেতরে গোপনে গোপনে তবু প্রতীক্ষায় থাকি। অবশেষে বৃষ্টি থামলো। ১৮/০৯/২০২১

মনের জানালা ধরে --- মুশফিক বরাত

তাকে দেখিনি বেশ কয়েক দিন এগিয়ে যেতে পারিনি সেও যেমন পারেনি কাছে ডাকতে; কত অমাবস‍্যা পার করেছি কত পূর্ণিমার আনাগোনা ছিল হ‍্যারিকেনটাও লেখার তাগিদ দিচ্ছিল- তাও ভুলতে পারিনি। বেশ ক'দিন হলো তুমি কথাও বলোনি মনের জানালায় তোমার নিত‍্য যাওয়া-আসা তাতেও ভাটা পড়লো, যেমন জেনেছ আমিও তেমন আছি লোকমারফত খবর পাঠিয়েছিলাম। ভেবেছ কখনো ঐ অপরূপার পাশে তোমাকে কেমন মানাত! একটু শান্তি,একটু আনন্দের প্রতীক্ষায় চেয়ে থেকেছি প্রতিদিন তুমি ভাবলে হয়তো মুহুর্ত ; আমি ভাবলাম তাও কঠিন।অথচ দেখো- রক্তজবা হাতে পণ করেছি প্রতিদিন ভাবলাম আরো কিছুদিন চকিতে ভাবলাম মনের জানালা ধরে, হারিয়ে যাবেনা কখনো যেমন ক'দিন। হয়তো আনন্দে- হয়তো বেদনায় আরো কিছুকাল প্রতীক্ষায় কাটাতে চাই তুমি হারালে কাউকে ভেবে কাটবে চিরকাল স্পর্শে কাতর হবেনা যদিও- ঘুমে কুম্ভকর্ণ দোলা দিয়ে যাবেনা যদিও বলবো শেষ কথাটিও- আরো কিছুকাল অপেক্ষায় কাটাতে চাই। ১৭/০৯/২০২১

তুমি --- মুশফিক বরাত

আমার কাছে একজন রূপবতী নারী মানে সোনালী বেন্দ্রে আমার কাছে একজন লজ্জাবতী রমণী মানে রাধা-রাণী আমার কাছে আকাশ মানে নীল। নদী মানে খরস্রোতা- চোখের জল এসে যাবে ব'লে লুকিয়ে ফেলেছ নিজেকে, কখনো তীরে এসে খবর নিয়েছো আমি কে? আমি একজন সুপুরুষ। নদী ভালোবাসোনি ব'লে এসেছো সমুদ্রের কাছে নীল ভালোবাসোনি ব'লে জলপাই রঙের শাড়ি খুঁজছো? একদিন চোখের জলে ডুকরে কেঁদে বলবে- ভালোবাসি তোমায়! ---- 16/09/2021