মনের জানালা ধরে --- মুশফিক বরাত

তাকে দেখিনি বেশ কয়েক দিন
এগিয়ে যেতে পারিনি সেও যেমন পারেনি
কাছে ডাকতে;
কত অমাবস‍্যা পার করেছি
কত পূর্ণিমার আনাগোনা ছিল
হ‍্যারিকেনটাও লেখার তাগিদ দিচ্ছিল-
তাও ভুলতে পারিনি।

বেশ ক'দিন হলো তুমি কথাও বলোনি
মনের জানালায় তোমার নিত‍্য যাওয়া-আসা
তাতেও ভাটা পড়লো,
যেমন জেনেছ আমিও তেমন আছি
লোকমারফত খবর পাঠিয়েছিলাম।

ভেবেছ কখনো ঐ অপরূপার পাশে তোমাকে
কেমন মানাত!
একটু শান্তি,একটু আনন্দের প্রতীক্ষায়
চেয়ে থেকেছি প্রতিদিন
তুমি ভাবলে হয়তো মুহুর্ত ;
আমি ভাবলাম তাও কঠিন।অথচ দেখো-

রক্তজবা হাতে পণ করেছি প্রতিদিন
ভাবলাম আরো কিছুদিন
চকিতে ভাবলাম মনের জানালা ধরে,
হারিয়ে যাবেনা কখনো
যেমন ক'দিন।

হয়তো আনন্দে- হয়তো বেদনায় আরো কিছুকাল
প্রতীক্ষায় কাটাতে চাই
তুমি হারালে কাউকে ভেবে কাটবে চিরকাল
স্পর্শে কাতর হবেনা যদিও-
ঘুমে কুম্ভকর্ণ দোলা দিয়ে যাবেনা যদিও
বলবো শেষ কথাটিও-
আরো কিছুকাল অপেক্ষায় কাটাতে চাই।

১৭/০৯/২০২১

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত