কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

একটি কবিতা এনে দিতে পারে মুক্তি 
একটি অস্ত্র এনে‌ দিতে পারে মুক্তাঞ্চল
গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের লাল স্বপ্ন।
কেউ বলে, সুখী মানুষের জন্য কবিতা
আর অসুখীর জন্য উপযুক্ত নয় উপন্যাস।

চোখের রক্তক্ষরণ আর বেশি দূরে নয় 
হৃদয়ের রক্তক্ষরণ শুধু নিদ্রিতার জন্য
আমার বড় হবার সংগ্রামগুলো মধুর হতে পারতো
কেন জানিনা সহসা, আরো জলদি।

আমি জানি অতি মানবীয় কিছু নই
যেমন অতি পুরুষ বা রমণী গোছের কিছু
কারো স্বপ্ন দেবতা শিবের মতো মাত্রাতিরিক্ত 
জানি সে বরাবরই সুখী।

একটি বৃষ্টির ফোঁটা এনে দিতে পারে স্বস্তি 
কিংবা কিশোরের কান্নার জবাব
নয়তো গিজার পিরামিড ছোঁয়ার অনুভূতি
তার জন্য একটি ছোট্ট ঘৃণা নির্ধারণ করবে না কিছুই।
চারিদিকে অট্টহাসির রোল ও 
আরো কিছুটা এগিয়ে যাওয়া।

একটি লাল পতাকা সমাজতন্ত্রের পথ
পরিষ্কার করে দিতে পারে;
একটি কুকুরের ডাস্টবিন হতে পারতো
পুষ্পমাল্যর দোকান।
তুমি হতে পারতে আমার লজ্জাবতী বধূ,
স্বাগত জানাই
রোজ একটি গোলাপে।


একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়তে পারে মহাবিশ্ব 
ক্রমাগত প্রসারিত হতে পারে
অসংখ্য তারকা, গ্যালাক্সি, নেবুলা ও গ্রহ-উপগ্রহের সমাগম
ব্ল্যাকহোলে নিদ্রিতা ও আমি পতিত হব বারংবার
আমরা নিখোঁজ, কোনো তথ্য-উপাত্ত প্রমাণে অনুপযুক্ত।

ভগৎ সিং আদালতে দাঁড়িয়েছিলেন
তার শিষ্যরা বিদ্রোহ ঘটিয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 
অসংগঠিত ভারতবর্ষ‌ দাঁড়াতে পারেনি 
তিনি বোমা ফাটিয়ে প্রমাণ করেন, ইনকিলাব জিন্দাবাদ।

একটি বৃক্ষ জন্ম দিতে পারে অরণ্যের
অরণ্যে বাঘ, সিংহ, হরিণ ও বানরের পদচারণা 
কিচিরমিচির পাখির শব্দ।
একটি বোবা শিশুর আশ্রয়স্থল হতে পারতো
নষ্ট সব মানুষগুলোকে ফেলে।

দাঁড়াতে পারেনি পুলিশ, বিজিবি কিংবা সেনাবাহিনী 
দাঁড়িয়েছে কেবলি সশস্ত্র বিপ্লবীর ঝাঁক 
একদল প্রলেতারিয়েত ও ঘুমন্ত বিশ্ব
মুঘল সম্রাটদের আমল থেকে আমি একঠায় দাঁড়িয়ে রইলাম 
                                   কেবলি তোমার প্রতীক্ষায়।

দেশান্তরী আমি স্বদেশ খুঁজে চলেছি
রুপোলি পর্দায় খুঁজে ফিরি তাদের
আনন্দ আর উত্তেজনার মধ্যে পার্থক্য খুঁজে পাইনা
তবু জানি বিপ্লব আসবেই
সমাজতন্ত্র আসবেই
লাল ঝাণ্ডা উড়বেই
একটি বুলেট আবারো প্রমাণ করবে অনেককিছু।

বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে পরাজিত আমি আবারো
সবাইকে পেছনে ফেলে মুষ্টিবদ্ধ হাত
গানের তরঙ্গে আর গীটারের মূর্ছনায়
গেয়ে উঠুন
মিশে যান শোষিত মানুষের কাতারে।

মিছিলে সুপ্তি ছিল
তার ফর্সা বাহুবন্ধন দেখে সচকিত মিছিলে
এসে পড়েছি বারংবার পাশাপাশি 
আমরা নির্বিকার নই।
ঢাকার অলিতে-গলিতে আজো তা ভেসে বেড়ায়।

অ্যাস্টরয়েড ও অ্যারস্পেস আমাকে ভাবায় ইদানীং
বেশি বেশি
আরো বেশি ভাবি বার্তার স্বয়ংক্রিয় ছড়িয়ে পড়া
দেশ নিয়ে আর্তনাদ কাটেনি আজকেও
বেতার ভুবনে ডুব দেই প্রতিদিন 
জবাব মেলে।

একটি কবিতা এনে দিতে পারে মুক্তি 
একটি জ্বালাময়ী ভাষণ জানাতে পারে সুসংবাদ 
কবিতার গ্রামাঞ্চলে আমি ও একটি বন্দুক 
জানিয়ে দিয়ে আসতে পারি আরো একটি সুসংবাদ 
নিরীহ ও বঞ্চিতদের ইশতেহার।

জল ও জীবনের মধ্যে পার্থক্য খুঁজে পাইনা
পার্থক্য নেই জটিলতা ও সরলতার 
আকাশ ও বৃষ্টি ভালোবাসি 
ভালোবাসি ঘাম ঝরা কৃষককে
শ্রমে গড়া শ্রমিককে।

চব্বিশের গণঅভ্যুত্থান ঘনিয়ে এসেছিল সেদিন
চারিদিকে মুহুর্মুহু গুলির আওয়াজ
আমরা প্রত্যক্ষ করলাম শাসক ও শোষিতের পার্থক্য
লক্ষ জনতা ফেটে পড়ার শব্দে
কেঁপে উঠল মসনদ, শাসকের গদী
আমরা নিশ্চিন্ত হলাম।

বীরদর্পে এগিয়ে আসছিল হাতিটি
তার তাজা প্রাণ সাহস জোগায়
কলাগাছটির সাথে মানিয়ে নিয়েছিল নিজেকে
এত বড় প্রাণীর পিছু পিছু
শত শত আবু সাঈদ মাথা উঁচু করে।

পানের দোকানী হতে পারতো মিডিয়া মুঘল
আমি তোমার পেছনে আছি
মিছিলে সামনের কাতারে অবস্থান নিয়েছি
সাথে একটু বিস্কুট হলে কেমন হয়?
চায়েরও আবদার রইল।

ক্ষুধার্ত মানুষটির সাথে আছি
নাঙ্গা মানুষটির পাশে আছি।
দেশটা গোল্লায় গেল দেখে
আমিও চিন্তিত ভীষণ 
নিদ্রিতাকে পাশে পাব কিনা জানিনা।

একজন যোগ্য পিতা হতে পারতো সন্তানের ভবিষ্যৎ 
তিনি বরাবরই লোভাতুর নন।
আমার পিতা দেখেছিলেন যতগুলো সংগ্রাম 
তুমি ঠিক ততটাই।

একটি কবিতা এনে দিতে পারে মুক্তি 
একটি বস্ত্র এনে দিতে পারে প্রশান্তি।
লাজুক হয়ে উঠুক রমণীগুলো
সাহসী হয়ে উঠুক পুরুষেরা
আপোষকামী হবে না কবিতার পংক্তিমালা কখনো
একটি শুধুমাত্র একটি কবিতা ব'লে দিতে পারে
                                       সবটুকু সত্যি।

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত