Posts

Showing posts from January, 2024

প্রয়োজন - মুশফিক বরাত

ভাত আনতে শিম ফুরোয় বাসায় নেই লবণ তোমার চেয়ে এখন আমার বন্ধুর বেশি প্রয়োজন।

কমরেড বুলবুল - মুশফিক বরাত

কমরেড বুলবুল শুধু আমি আর কিছু কারো নই ধরি গানটা, হারাই প্রাণটা যেন চটপটে একটা মই।

দ্বিতীয় চিকিৎসা সেবা - কমরেড মুশফিক বরাত

দ্বিতীয় চিকিৎসা সেবা নিতে আসেন জনৈক চাষী পূর্বে পেয়েছিলেন পঞ্চাশ, পরে পেলেন পঞ্চাশ টাকা মাত্র। বিষয়টা অবৈধ হলেও নিদ্রিতা জানতে পেরেছিল, তার অর্থের অভাব! নিদ্রিতাকে আমার দ্বিতীয় চুম্বন জিরোসাম সোসাইটিতে ব‍্যক্তিগত জিরো আওয়ারে। বৃক্ষরাজির কথকতা, অ‍্যাপেন্ডিক্সের শরীর চাষীকে কাঁদায় না। ডামি নির্বাচন, ডামি সংসদ, নয়া স্বৈরাচার বেহেশত নামক সময়ের উল্টোপিঠে যাত্রা ক্ষোভ নিয়ে টেনশন আর কত? লাল পতাকা এগিয়ে আসছে তো! তোমার তৃতীয় চুম্বনের অপেক্ষায় তাকিয়ে রয়েছি এক সহস্র বছর পেরিয়ে যাক আরো একটি শতাব্দী হোক ডায়মন্ড যুবলি ভালোবাসার আরেকটি সুবর্ণজয়ন্তী পালিত হোক সামনের রজতজয়ন্তীতে একটি ফুল দেব। মনে রেখো, আমার সার্ধশত বছরের অপেক্ষা যেন বৃথা না যায়! জীবনের যন্ত্রণায় কাতর হতে আসিনি আসিনি গোলাপের নির্মম কাঁটা খেতে প্রতিদিন আকাশ থেকে বৃষ্টি ঝরছে কাঁদিনি তবুও হৃদয়ের রক্তক্ষরণ ঘটুক না কাঁদিনি তবুও; আমার নীল খামে মোড়া ডালিয়া ভেজা পত্রগুলো

শরীরের অন্তঃসারশূন‍্যতা - মুশফিক বরাত

বাউলের দেহতত্ত্ব বিস্ময়ে ভাবায় ভিতরে সাধুদের সন্ন‍্যাসধারণ জাগায় বাহিরে; চোর রূপধারী ষড়রিপু মাৎসর্যে শেষ আট কুঠুরি-নয় দরজা আমার মনের ভিতর লৌকিক সাজা। কষ্ট দেবার সুস্থ পদ্ধতিগুলো আমার ভালোবাসার ফুলগুলো ভুলগুলো; শরীর বেঁচে থাকে কেমন ক'রে শরীরের রংমহল চাকচিক‍্যময় ভবন যেমন- আটচল্লিশ চন্দ্র চামড়ার ছাউনি হৃদয়ে কাঁপন ধরায় প্রতিদিন প্রতিরাত প্রেম হয় অমর হয়নি তোমার খবর লালসা-মায়ায় পতিত জনম জনম অহংকার কাবু করেনি আমাকে কখনো রিরংসার ক্ষুধা বিপথে নামায়নি কখনো।