শরীরের অন্তঃসারশূন‍্যতা - মুশফিক বরাত

বাউলের দেহতত্ত্ব বিস্ময়ে ভাবায় ভিতরে
সাধুদের সন্ন‍্যাসধারণ জাগায় বাহিরে;

চোর রূপধারী ষড়রিপু মাৎসর্যে শেষ
আট কুঠুরি-নয় দরজা
আমার মনের ভিতর লৌকিক সাজা।

কষ্ট দেবার সুস্থ পদ্ধতিগুলো
আমার ভালোবাসার ফুলগুলো
ভুলগুলো;

শরীর বেঁচে থাকে কেমন ক'রে
শরীরের রংমহল চাকচিক‍্যময় ভবন যেমন-

আটচল্লিশ চন্দ্র চামড়ার ছাউনি
হৃদয়ে কাঁপন ধরায় প্রতিদিন
প্রতিরাত

প্রেম হয় অমর
হয়নি তোমার খবর

লালসা-মায়ায় পতিত জনম জনম
অহংকার কাবু করেনি আমাকে কখনো
রিরংসার ক্ষুধা বিপথে নামায়নি কখনো।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত