Posts

Showing posts from August, 2023

একটি গান - মুশফিক বরাত

তোমাকে ছাড়া গতিহারা এ বেদনাবিধুর জীবন গতিপথ পাল্টেছে নতুন স্বপন এ মন; দিন যায় রাত যায় তুলনা তোমার এমন ফুল ফুটেছে জীবনে আমার কানন। দিশেহারা হয়ে ছুটবো কত আর নাবিক পেয়েছে দিশা কী কখনো তার? ভেঙেছে মন আঁখিতে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা যার। পৃথিবীর কল্পলোকে দেখেছি স্বপ্ন বারবার দেখে নাও পৃথিবী তুমি আবার; শপথ করোনি তুমি যাবার মনটা যে প্রাণ ফিরে পাবার। আকাশ জুড়ে ভেসে বেড়াবে বিপন্ন অমন ক'রে তাকিওনা দেখেছি সোনালী স্বপ্ন প্রজাপতি মনটা আমার বেড়ায় উড়ে তোমাকে নিয়ে একদিন যাব অনেক দূরে।

বুর্জোয়ার ফাঁকতাল --- মুশফিক বরাত

বুর্জোয়ার সাথে শ্রমিকের বিস্তর ফারাক              কেড়ে নেয় শেষ সম্মানটুকুও। পেটি বুর্জোয়ার নেই কোনো ভাবনা-চিন্তা                                   বিনদাস আছে অশিক্ষিত-মূর্খ জনতার সাথে কৃষকের ফাঁকতালের অভাব ইদানীং- আমাকে চিন্তায় ফেলে দিয়েছে বাক‍্য স্বল্প কিন্তু হাজারো বাহার- তার রূপ। তুমি বলবে, সাংগঠনিক হতে হবে আমি বলব, হতে হবে দার্শনিক                     কিছুটা মাত্রায় পার্টিগত। নিদ্রিতা- দুটো গোষ্ঠী আছে তোমারও একটা হুজুর অন‍্যটি লাল পতাকা কিন্তু দু'জন দুই ভিন্ন গোত্রের মানুষ তবে পার্থক্য বিস্তর- একজনকে জনগণ আখ‍্যা দিয়েছে মৌলবাদী-জঙ্গী অন‍্যজনকে জনতা বলছে কমরেড-সাথী-বন্ধু। কোথাও বিপদ গুরুতর-ডেডলাইন নিদ্রিতা জেনে হেসে দিও এক কোটি মানুষের একশত কোটি রকমের বিপদ। মহামতি কার্ল মার্কসের কাছে যেও, জনৈক ব‍্যবসায়ীর আবেগঘন বিপদসঙ্কুলভরা বক্তব‍্য আমার শিকল খুলে দাও!! মৌলবাদ কিংবা লাল বাহিনী           ফাঁকতাল বোঝে না         আমিও যেমন বুঝি না               কখনো খুঁজি না।

সিন্দাবাদ- দ‍্যা সেইলার : মুশফিক বরাত

সবাই সমুদ্রে যেতে বারণ করেছিল            তার আমরণ পণ সমুদ্র জয়ের গভীর সমুদ্র, উঁচু উঁচু ঢেউ থামাতে পারেনি। জাহাজ চলছেঃ উত্তাল নীল জলরাশি কেঁপে কেঁপে উঠছে অনন্ত শূন‍্যে যাত্রা চলছে অবিরাম গতি হারিয়ে                       আকাশ মিশে গেছে সাগরে। হঠাৎ একটা দ্বীপের সন্ধান ক্রমশ তলিয়ে যাচ্ছে পানিতে সহসা জাহাজে ফিরে আসার নির্দেশ কাপ্তেনের মস্ত এক তিমি মাছের খপ্পরে সিন্দাবাদ। ভীতু মানুষের-প্রতি মানুষের কাপুরুষতা                           থামাতে পারেনি তাকে। তিনি এগিয়ে চলেছেন নীল সমুদ্রের দিকে তিনি পাড়ি দিয়েছেন গহীন আকাশ পানে                                                 সাগর ছুঁতে। সাগরের বুকে ধীরে ধীরে নেমে আসে সন্ধ‍্যা রাত্রি গাঢ় থেকে গাঢ়তর হয় আচমকা ভোর হলো সূর্য উদিত হলো হালকা হলুদ আকাশে। পাথরের দেয়াল ঘেষে উঠে গেছে এক পাহাড় ভাসতে ভাসতে সিন্দাবাদ এসে পড়ে                   এক অচেনা জায়গায়              যেখানে নেই বন্ধু-স্বজন। সকালে ভেসে আসে ফুলের সুবাস ফলের গাছটা চোখে পড়ে ঝর্ণার জলে গোসল করতেই চাঙ্গা              হয়ে উঠে শরীর হাঁটতে হাঁটতে এক তাগড়া ঘোড়ার সন্ধান পায় সিন্দাবাদ। সুলতানের নাম মির