বুর্জোয়ার ফাঁকতাল --- মুশফিক বরাত

বুর্জোয়ার সাথে শ্রমিকের বিস্তর ফারাক
             কেড়ে নেয় শেষ সম্মানটুকুও।
পেটি বুর্জোয়ার নেই কোনো ভাবনা-চিন্তা
                                  বিনদাস আছে
অশিক্ষিত-মূর্খ জনতার সাথে কৃষকের ফাঁকতালের অভাব
ইদানীং-
আমাকে চিন্তায় ফেলে দিয়েছে
বাক‍্য স্বল্প কিন্তু হাজারো বাহার- তার রূপ।

তুমি বলবে, সাংগঠনিক হতে হবে
আমি বলব, হতে হবে দার্শনিক
                    কিছুটা মাত্রায় পার্টিগত।

নিদ্রিতা- দুটো গোষ্ঠী আছে তোমারও
একটা হুজুর অন‍্যটি লাল পতাকা
কিন্তু দু'জন দুই ভিন্ন গোত্রের মানুষ
তবে পার্থক্য বিস্তর-
একজনকে জনগণ আখ‍্যা দিয়েছে মৌলবাদী-জঙ্গী
অন‍্যজনকে জনতা বলছে কমরেড-সাথী-বন্ধু।

কোথাও বিপদ গুরুতর-ডেডলাইন
নিদ্রিতা জেনে হেসে দিও
এক কোটি মানুষের একশত কোটি রকমের বিপদ।
মহামতি কার্ল মার্কসের কাছে যেও,
জনৈক ব‍্যবসায়ীর আবেগঘন বিপদসঙ্কুলভরা বক্তব‍্য
আমার শিকল খুলে দাও!!

মৌলবাদ কিংবা লাল বাহিনী
          ফাঁকতাল বোঝে না
        আমিও যেমন বুঝি না
              কখনো খুঁজি না।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত