Posts

Showing posts from March, 2023

অহেতুক জটিলতা --- মুশফিক বরাত

একজন ফকিরের কাছে বড় হতে চেয়েও যে নিঃস্ব- সে একদিন নীল সমুদ্রে অক্টোপাস নয়তো                        ভয়ংকর তিমির খপ্পরে; শোনো নিদ্রিতা- আমি ভেবে পাইনা ফকিরের সাথে কীভাবে সম্পর্ক রাখতে হয়!! এমন অদ্ভুতুড়ে সমস‍্যায় তুমিও কি! কথা দিচ্ছি- বেন্দ্রেঘটিত জটিলতায় পতিত হব বারংবার। উলুধ্বনি যতদূর পৌঁছোয়                ততদূর চুম্বন; তোমার দৈহিক অপরূপা প্রদর্শন ঘাবড়ে দেয়। তেমনি আযানের ধ্বনি শুনতে         আমারও খুব মধুর লাগে। কখনো.....................। হতে পারতো তৃতীয় বিশ্বযুদ্ধ                          একটি শহীদ মিনারকে ঘিরে তুমি বলবে, তৃণমূল আমি বলব, কেন্দ্রীয়। হয়তো জাতীয় স্মৃতিসৌধের কথা বলবে না। নিদ্রিতাকে একদিন নিশ্চয়ই জানাব, সুন্দরবনে একটা হিঃস্র বাঘের                      আশু প্রয়োজন। রয়েল বেঙ্গল টাইগার যদি একটা পোশাকের আবদার রাখে তুমি কী                                  করবে নিদ্রিতা? আমি বলব- পাবে তুমি বলে উঠবে,                  সামঞ্জস্যপূর্ণ হয় যেন। আমাকে অবাক করে রোডির ব‍্যাগপাইপার, জো প‍্যাসের গিটার জাদু                                               বা ওয়েস; আমি জানি, তুমিও কখনো প্রাণভরে শ

পাখির ডাকে চাঁদ --- মুশফিক বরাত

ঐ দ‍্যাখো ঐ পাখি ডাকে আমবনের শাখে শাখে প্রতি শাখের বাঁকে বাঁকে পাখি ডাকে ঝাঁকে ঝাঁকে। ডাকতে ডাকতে সন্ধ‍্যে হল সূর্য‍্যি মামা ডুবে গেল পাখির ডাকে চাঁদ এল। দাদু বলেন, ' ঐ দ‍্যাখো চাঁদের রং গায়ে মাখো।'

খোকন সোনা --- মুশফিক বরাত

                    ১.              বাতাস বয়              মন জুড়ায় খোকন গেছে সোনার নায়,         বৃষ্টি হবে এখুনি       খোকন খায় বকুনি।                     ২.      আম খেতে মিষ্টি        মাঠে পড়ে বৃষ্টি খোকন সোনা ভেজে আমের আঁটি বাজে।                    ৩. খোকন নাচে ধিনাক্ ধিন্ রিকশা বাজে টিন্ টিন্ নাচতে নাচতে একি হলো? খোকন সোনা পড়ে গেলো।                     ৪.    কাক ডাকে 'কা-কা'  খোকন পেয়েছে ব‍্যথা      খোকন পেল কষ্ট         ছড়া হল নষ্ট।

সংগীত --- মুশফিক বরাত

সংগীত তুমি বড় মহৎ ব‍্যথাতুর বুকে তোল শান্ত্বনার বাণী সকল দুঃখকে জয় কর তুমি সবকিছু থেকে ঊর্ধ্বে তুমি তোমার এক শুভাকাঙ্ক্ষী আমি। কষ্টেরা যখন জানায় প্রতিবাদ বলে, ' নিতে দাও আমায় কান্নার স্বাদ।' যখন প্রাণভরে কাঁদতে ইচ্ছে করে যখন দুঃখ আমায় ধুকে ধুকে মারে তখন আমি তোমার সেবক। কষ্টের সময় তোমায় পেলে সকল দুঃখ যায় গলে সকল কষ্ট এক নিমেষে যায় চলে সুখের কোলে। দুঃখ-কষ্ট, ধর্ষণ, দারিদ্র্য সবাই হয় চিত সকল কিছুর সমাধান তুমি হে সংগীত।

পুঁজির বিশ্বাসঘাতকতা --- মুশফিক বরাত

চুল লাগবে? চুল! ফেরিওয়ালা তাড়া দিয়ে গেলেন পুরুষের হলে বেশ বা নারীর হলে বেচবো চড়াদামে। স্ত্রীর নাকফুলটিও কিনতে হয়; যেমন পূর্ণেন্দু পত্রীর কথোপকথন আমি আবারও অর্থ দিয়ে কিনবো। সাপের খেলা দেখব নগদ অর্থে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বাজারে বিকবে চড়ামূল‍্যে। নয়া সিনেমা পরিচালক জানালেন, জমজমাট নৃত‍্য হবে! এবং আবার চাঁদে মানুষ পাঠাব পুঁজি জোগাড় ক'রে পৃথিবীময়!! Date: 10/03/2023