সংগীত --- মুশফিক বরাত

সংগীত তুমি বড় মহৎ
ব‍্যথাতুর বুকে তোল শান্ত্বনার বাণী
সকল দুঃখকে জয় কর তুমি
সবকিছু থেকে ঊর্ধ্বে তুমি
তোমার এক শুভাকাঙ্ক্ষী আমি।

কষ্টেরা যখন জানায় প্রতিবাদ
বলে, ' নিতে দাও আমায় কান্নার স্বাদ।'
যখন প্রাণভরে কাঁদতে ইচ্ছে করে
যখন দুঃখ আমায় ধুকে ধুকে মারে
তখন আমি তোমার সেবক।

কষ্টের সময় তোমায় পেলে
সকল দুঃখ যায় গলে
সকল কষ্ট এক নিমেষে
যায় চলে সুখের কোলে।

দুঃখ-কষ্ট, ধর্ষণ, দারিদ্র্য
সবাই হয় চিত
সকল কিছুর সমাধান তুমি
হে সংগীত।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত