পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত
আমরা সূর্য অভিমুখে যাত্রা করতে চাই
আমাদের যাত্রা এটুকু নয়।
আমরা রক্তস্নাত ইতিহাসকে আবারো চ্যালেঞ্জ জানাতে এসেছি
আমরা রক্তগোলাপকে বহন করে নিয়ে যাব
ইংল্যান্ডের রাণীর রাজসভায়
ছিনিয়ে আনব কোহিনুর হীরা পুনরায়।
আকাশ বেজে উঠুক
পথ আগলে দিক বখাটেরা
কাঁটা বিছিয়ে দিক শত্রুপক্ষ
আমরা হাল ছেড়ে দেব না।
কমিউনিস্ট সমাজ অভিমুখে পাও গাড়ির
এই অভিযাত্রা চলবেই।
আমরা সূর্য অভিমুখে যাত্রা করতে চাই
আমাদের যাত্রা এটুকু নয়।
আমাদের ভ্রমণ হোক সুখময় স্বর্গীয় অভিধানে
লেখা থাক দীর্ঘাকায় বেদের পাতাগুলোতে
আর অশ্লীল মহাকাব্যে।
Comments
Post a Comment