Posts

Showing posts from December, 2022

প্রাগৈতিহাসিক --- মুশফিক বরাত

আমার একজন নিষ্প্রভ জলপাই রঙের বন্ধু আছে যে তার লজ্জাবতীর ন‍্যায় চক্ষুলজ্জা নিয়ে বরাবর                                     বিপদে পড়ে যায়। অর্থলজ্জায় লজ্জিত হয় সময়ে-অসময়ে আমি বিরক্ত হই বরাবর বিরক্ত হই কিন্তু কিচ্ছু বলিনা বলিনা জ্বালাতন ক'রো না। তুমি বলবে মাটি, পানি, বায়ু ও আগুনের                                ভুল বিশ্লেষণ? আমি বলবো প্রথম আগুন আবিষ্কারে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে! আদিম মানুষের আদিমতা ভেদ ক'রে উঠে যেতে থাকি ক্রমশ তোমার                পায়ের আঙুল-নখ-ঊরু; নিতম্ব-কোমরের লাজুকতায় ছুঁয়ে দিয়েছি নাভিমূল স্পর্শে শিহরিত হয়েছিলাম। হাতের কনুই চুম্বনে হারাই বক্ষে কাঁধে ও বাহুতে এঁকে দিয়েছি সম্পূর্ণ জীবনপণ হাঁপাতে হাঁপাতে কান ছুঁয়ে ফিরে গিয়েছি নাভিমূলে। কিন্তু ভুলিনি সোনালী চুলের বাতাস-আকাশ লতা-গুল্মের মতো চেয়েছি বারংবার। সেই নিদ্রিতা- আধুনিক সভ‍্যতায় কতোটা অচেনা? প্রাচীন প্রস্তরযুগের চাওয়া-পাওয়াগুলো হারায়নি নব‍্যপ্রস্তরযুগে হারিয়েছে কেবল আধুনিক সমাজে এসে। ব্রোঞ্জযুগে চিহ্নলিপিতে ভেসেছি ভালোবাসায় অবশেষে লৌহযুগ পেরিয়েও আদিমতায় পুরাতাত্ত্বিক। মনে পড়ে আর্সেনিক দূষণেও আমি তোমার। কথা

আশ্রয়স্থল --- মুশফিক বরাত

মানুষ আশ্রয় নেয় বনে-জঙ্গলে-তেপান্তরে পশু-পক্ষী আশ্রয় নেয় গাছে-গাছে ডালে-ডালে প্রেমিকের বুকে ঠাঁই ক'রে নিয়েছে                      ছোঁয়াচে প্রেমিকা উত্তাপে। বাদামী ঘোড়া ফল-মূল, পাতা, ঘাস খেয়ে ফিরে যায় নিজ ঠিকানায়                    জঙ্গলে-ঘাসের রাজ‍্যে। হ‍্যালো নিদ্রিতা- যেমন কখনো ভাবি ফকির হবার এগারোটি উপায় হিংস্র নেকড়ের দল হতে চায় না কখনো বিড়াল ঘূর্ণাক্ষরেও বাঘ কি হতে চাইবে বুনো হরিণ একবারও। একজন নিদ্রিতার বুকে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠুক অন্তত একটি কাশফুলের। টিয়া বাসা বাঁধে মানববসতির কাছে                                  বড় বড় গাছে মাছরাঙা জলাশয়ের পাশে পাড়ের গর্তে                                   বাসা করে; জনসম্মুখে পেখম মেলেছে যে                      নীল ময়ূর প্রস্ফূটিত করেছে সৌন্দর্যের অবগাহন                        সেও সর্বভূক বাসা সাজায় বনে কোথাও দূরে মাটিতে। তুমি শ্রীকৃষ্ণের কাছে যেও- অবাক হয়ে ভাববে, পৃথিবীতে শত অশিক্ষিত লোকের ভিড়ে কেন জানিনা সবাই অসম্ভবরকম খুব পারদর্শী। শেষ যুদ্ধের পূর্বে দূর্গে ঠিক আশ্রয়                              খুঁজে নেয় দুশমনও কিন্তু শাদামাটা মানুষেরা

অপরাধ গুরুতর --- মুশফিক বরাত

তার অপরাধ হলো সে খোদা-ভগবান-ঈশ্বর বলেছিল তার অপরাধ হলো সে একমুঠো ভাত চেয়েছিল তার অপরাধ হলো সে পুঁজির বিরোধিতা করেছিল তার অপরাধটা ছিল পাবলিক প্লেসে সাজিয়ে নিরীশ্বরের গল্প না করাটা। মোটকথা, সোজাসাপটা ভাষায় জাহির করতে                                              পারেনি সাবাসীটুকু। অপরাধ হলো- মহামতি মার্কসের মতো গর্বে ভরা শব্দগুলো                        ছুঁড়ে দিতে না পারাটা; জনগণ প্রকাশ‍্যে তাকে পাগল বলেছিল। টিনের মালা পরিয়ে ঘুরিয়েছিল                        প্রকাশ‍্যে এক চক্কর তার পিঠে রক্তজবার মতো ক্ষত                                   শুকোয়নি আজো। ষাট লক্ষ ইহুদির প্রাণ তাড়িয়ে বেড়ায়                                    তাকে আজো নাৎসি বাহিনীর অত‍্যাচার তাড়িয়ে বেড়ায়                                    তাকে আজো ইহুদি নিধনের হলোকস্ট অশ্রুসিক্ত                           করেনা কিংবা লালফৌজের বীরত্ব একচুলও নড়াতে পারেনি। তার পিঠে রক্তজবার মতো ক্ষত                                   শুকোয়নি আজো।।

আবহাওয়া প্রতিকূলে --- মুশফিক বরাত

নির্বাচিত গল্পগুচ্ছের আড়ালে নিদ্রিতাকে জানালাম, পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা নচিকেতার মতো বলতে চায়- বিমান বসুর মতো হতে চায়। একের পর এক উন্নত প্রযুক্তির সেতু নির্মাণ হলেও লক্ষ মানুষ না খেয়ে মরে। এবং বিপত্তির মুখে পদ্মা সেতুতে                                 পদ্মার ইলিশ- এই যেমন ধরো ভোটের পনেরো দিন পূর্বে জনগণ আন্ডারগ্রাউন্ডে চলে যায়! কাঁপা কাঁপা কণ্ঠে সদ‍্য জেগে উঠা ঝলমলে ভাইজান হঠাৎ বলে উঠলেন ---- এসো ন‍্যাপ করি। আর আমিও তা নিদ্রিতাকে বলতে দ্বিধা বোধ করিনা। নিদ্রিতা আমাকে জানাল- চরম অভিমানে ভাইজান বলেছিল, আসল নেতাকে আমি চিনিনা-জানিনা। নির্বাচনের সরগরমে চা-দোকানীর ঘাম ঝরা মুখ আর অভিমান ভরা কণ্ঠস্বর ভাবায়- কখনো কাঁদায়। স্টার জলসার ঘন ঘন সিঁদুর সিঁদুর খেলা লজ্জা- লজ্জা জাগায়। তোমার সাথে আমার মিলন তিথির বিরহের এক প্রহর; যেমন আমার দেশ-দেশান্তরে সেলফোনের সংযোগবিহীন এক ঘণ্টা। তুমি জানলে না          আমার হাসির আড়ালে          আমার হাসির আড়ালে অবশেষে ভাবি, সেফুদার কোনো স্বাধীনতা নেই কেন? তারিখ: ০৯/১২/২০২২