আশ্রয়স্থল --- মুশফিক বরাত

মানুষ আশ্রয় নেয় বনে-জঙ্গলে-তেপান্তরে
পশু-পক্ষী আশ্রয় নেয় গাছে-গাছে ডালে-ডালে
প্রেমিকের বুকে ঠাঁই ক'রে নিয়েছে
                     ছোঁয়াচে প্রেমিকা উত্তাপে।
বাদামী ঘোড়া ফল-মূল, পাতা, ঘাস খেয়ে
ফিরে যায় নিজ ঠিকানায়
                   জঙ্গলে-ঘাসের রাজ‍্যে।

হ‍্যালো নিদ্রিতা-
যেমন কখনো ভাবি
ফকির হবার এগারোটি উপায়
হিংস্র নেকড়ের দল হতে চায় না
কখনো বিড়াল ঘূর্ণাক্ষরেও
বাঘ কি হতে চাইবে বুনো হরিণ একবারও।
একজন নিদ্রিতার বুকে নিরাপদ আশ্রয়স্থল
হয়ে উঠুক অন্তত একটি কাশফুলের।

টিয়া বাসা বাঁধে মানববসতির কাছে
                                 বড় বড় গাছে
মাছরাঙা জলাশয়ের পাশে পাড়ের গর্তে
                                  বাসা করে;
জনসম্মুখে পেখম মেলেছে যে
                     নীল ময়ূর
প্রস্ফূটিত করেছে সৌন্দর্যের অবগাহন
                       সেও সর্বভূক
বাসা সাজায় বনে কোথাও দূরে মাটিতে।

তুমি শ্রীকৃষ্ণের কাছে যেও-
অবাক হয়ে ভাববে, পৃথিবীতে শত অশিক্ষিত
লোকের ভিড়ে কেন জানিনা
সবাই অসম্ভবরকম খুব পারদর্শী।
শেষ যুদ্ধের পূর্বে দূর্গে ঠিক আশ্রয়
                             খুঁজে নেয় দুশমনও
কিন্তু
শাদামাটা মানুষেরা আশ্রয় নেয়
ছোট্ট ঘরে তার ছোট্ট আশা বুকে বেঁধে।
জ্ঞান-গরিমায় পরিপূর্ণ সাধের পাঠাগারটিও
                               খুঁজে পেল নিজ আবাসস্থল

ফিনিক্স পাখি, ইউনিকর্ন আর শাদা পেগাসাসেরা
অবশেষে যাবতীয় মিথের শেষে
নিরাপদ আশ্রয়স্থলে ফিরে যাবে।

তারিখঃ
২৪/১২/২০২২ ইং

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত