অপরাধ গুরুতর --- মুশফিক বরাত

তার অপরাধ হলো
সে খোদা-ভগবান-ঈশ্বর বলেছিল
তার অপরাধ হলো
সে একমুঠো ভাত চেয়েছিল
তার অপরাধ হলো
সে পুঁজির বিরোধিতা করেছিল
তার অপরাধটা ছিল
পাবলিক প্লেসে সাজিয়ে নিরীশ্বরের গল্প না করাটা।
মোটকথা, সোজাসাপটা ভাষায় জাহির করতে
                                             পারেনি সাবাসীটুকু।
অপরাধ হলো-
মহামতি মার্কসের মতো গর্বে ভরা শব্দগুলো
                       ছুঁড়ে দিতে না পারাটা;
জনগণ প্রকাশ‍্যে তাকে পাগল বলেছিল।
টিনের মালা পরিয়ে ঘুরিয়েছিল
                       প্রকাশ‍্যে এক চক্কর
তার পিঠে রক্তজবার মতো ক্ষত
                                  শুকোয়নি আজো।

ষাট লক্ষ ইহুদির প্রাণ তাড়িয়ে বেড়ায়
                                   তাকে আজো
নাৎসি বাহিনীর অত‍্যাচার তাড়িয়ে বেড়ায়
                                   তাকে আজো
ইহুদি নিধনের হলোকস্ট অশ্রুসিক্ত
                          করেনা কিংবা
লালফৌজের বীরত্ব একচুলও নড়াতে পারেনি।

তার পিঠে রক্তজবার মতো ক্ষত
                                  শুকোয়নি আজো।।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত