একটি গান - মুশফিক বরাত

তোমাকে ছাড়া গতিহারা এ বেদনাবিধুর জীবন
গতিপথ পাল্টেছে নতুন স্বপন এ মন;
দিন যায় রাত যায় তুলনা তোমার এমন
ফুল ফুটেছে জীবনে আমার কানন।

দিশেহারা হয়ে ছুটবো কত আর
নাবিক পেয়েছে দিশা কী কখনো তার?
ভেঙেছে মন আঁখিতে আমার
হৃদয়ের সবটুকু ভালোবাসা যার।

পৃথিবীর কল্পলোকে দেখেছি স্বপ্ন বারবার
দেখে নাও পৃথিবী তুমি আবার;
শপথ করোনি তুমি যাবার
মনটা যে প্রাণ ফিরে পাবার।

আকাশ জুড়ে ভেসে বেড়াবে বিপন্ন
অমন ক'রে তাকিওনা দেখেছি সোনালী স্বপ্ন
প্রজাপতি মনটা আমার বেড়ায় উড়ে
তোমাকে নিয়ে একদিন যাব অনেক দূরে।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত