দ্বিতীয় চিকিৎসা সেবা - কমরেড মুশফিক বরাত

দ্বিতীয় চিকিৎসা সেবা নিতে আসেন
জনৈক চাষী
পূর্বে পেয়েছিলেন পঞ্চাশ,
পরে পেলেন পঞ্চাশ টাকা মাত্র।
বিষয়টা অবৈধ হলেও নিদ্রিতা জানতে পেরেছিল,
তার অর্থের অভাব!

নিদ্রিতাকে আমার দ্বিতীয় চুম্বন
জিরোসাম সোসাইটিতে
ব‍্যক্তিগত জিরো আওয়ারে।
বৃক্ষরাজির কথকতা, অ‍্যাপেন্ডিক্সের শরীর
চাষীকে কাঁদায় না।

ডামি নির্বাচন, ডামি সংসদ, নয়া স্বৈরাচার
বেহেশত নামক সময়ের উল্টোপিঠে যাত্রা
ক্ষোভ নিয়ে টেনশন আর কত?
লাল পতাকা এগিয়ে আসছে তো!

তোমার তৃতীয় চুম্বনের অপেক্ষায়
তাকিয়ে রয়েছি এক সহস্র বছর
পেরিয়ে যাক আরো একটি শতাব্দী
হোক ডায়মন্ড যুবলি
ভালোবাসার আরেকটি সুবর্ণজয়ন্তী পালিত হোক
সামনের রজতজয়ন্তীতে একটি ফুল দেব।
মনে রেখো, আমার সার্ধশত বছরের অপেক্ষা
যেন বৃথা না যায়!
জীবনের যন্ত্রণায় কাতর হতে আসিনি
আসিনি গোলাপের নির্মম কাঁটা খেতে প্রতিদিন
আকাশ থেকে বৃষ্টি ঝরছে
কাঁদিনি তবুও
হৃদয়ের রক্তক্ষরণ ঘটুক না
কাঁদিনি তবুও;
আমার নীল খামে মোড়া ডালিয়া ভেজা
পত্রগুলো দেখতে দেখতে
হাসতে হাসতে
খিল লেগে যাবে তুমিও।
তোমার কানের দুল, কপালের টিপ
ভালোবাসার নয়া সমীকরণ
নয়া বৃক্ষরাজির দুঃখ-মর্মকথা
তেমনি কৃষকের নেওয়া
দ্বিতীয় টেস্ট কিট আমাকে ক্ষোভে
আপ্লুত করেনি কেন?
ভাবতে অবাক লাগে ভীষণ!!

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত