আমাকে সঁপে বসন্তে --- মুশফিক বরাত

হাওয়ায় ওড়া ক্ষুব্ধ চুলের চোখজুড়ান শিল্পে কেঁপে উঠে
বসন্তের কোকিল।যদিও কোকিল চিনিনা, দেখেছি বলেও
মনে হয়না,তবুও
কবি হবার দায়ে....... যা হচ্ছে আজকাল আরকি।এই
বসন্তে ঘুমঘুম নিরালায় বসে
একাকী রাতে উদাসী বাতাসে মন স্বপ্ন আনন্দে ধুয়ে ধুয়ে
একাকার।রাতের গন্ধে অবিশ্বাসী মন নীলে কালোয় সমর্থন
খুঁজে ফেরে বসন্তের।বসন্ত সোনালী দিনের প্রতীক, নতুন
পৃথিবীর স্বপ্ন।শহুরে ঝুরঝুর সিমেন্টে প্রকৃতি কাছে এসে
জড়িয়ে ধরেনি আমাকে, সিমেন্টের গন্ধে প্রকৃতি আর মাটির
সুগন্ধ কোথায় হারিয়েছে আমাকে ফেলে নিরালায় সভ‍্যতার
বিষবাষ্পে।বসন্ত উৎসবে
মাতাল হয়নি জীর্ণ এ শরীর, হয়নিতো
প্রকৃতির প্রশংসায় পঞ্চমুখ ফাল্গুনী হাওয়ায়,
শুধুই আকাশের নীলে নীলে ভাঁজে ভাঁজে ভিজে দিশেহারা।
প্রশংসা বাক‍্য নয়- নীলাকাশে হারানো বাক‍্য।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত