এটি একটি সাহিত্য বিষয়ক পত্রিকা।অনেকগুলো লেখা ছাপানো হয়েছে।সবাই বিখ্যাত নয়- কেউ কেউ বিখ্যাত।আপনারাও লেখা পাঠাতে পারেন।হতে পারে সেটি একটি কবিতা।মুক্তমনা প্রবন্ধ পাঠালে ছাপানো যেতে পারে।মুক্তবুদ্ধির চর্চা হোক-জ্ঞান হোক মুক্ত বিহঙ্গ।প্রতিটি মানুষ হয়ে উঠুক সাহিত্য সচেতন।
একটি কবিতা এনে দিতে পারে মুক্তি একটি অস্ত্র এনে দিতে পারে মুক্তাঞ্চল গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের লাল স্বপ্ন। কেউ বলে, সুখী মানুষের জন্য কবিতা আর অসুখীর জন্য উপযুক্ত নয় উপন্যাস। চোখের রক্তক্ষরণ আর বেশি দূরে নয় হৃদয়ের রক্তক্ষরণ শুধু নিদ্রিতার জন্য আমার বড় হবার সংগ্রামগুলো মধুর হতে পারতো কেন জানিনা সহসা, আরো জলদি। আমি জানি অতি মানবীয় কিছু নই যেমন অতি পুরুষ বা রমণী গোছের কিছু কারো স্বপ্ন দেবতা শিবের মতো মাত্রাতিরিক্ত জানি সে বরাবরই সুখী। একটি বৃষ্টির ফোঁটা এনে দিতে পারে স্বস্তি কিংবা কিশোরের কান্নার জবাব নয়তো গিজার পিরামিড ছোঁয়ার অনুভূতি তার জন্য একটি ছোট্ট ঘৃণা নির্ধারণ করবে না কিছুই। চারিদিকে অট্টহাসির রোল ও আরো কিছুটা এগিয়ে যাওয়া। একটি লাল পতাকা সমাজতন্ত্রের পথ পরিষ্কার করে দিতে পারে; একটি কুকুরের ডাস্টবিন হতে পারতো পুষ্পমাল্যর দোকান। তুমি হতে পারতে আমার লজ্জাবতী বধূ, স্বাগত জানাই রোজ একটি গোলাপে। একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়তে পারে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হতে পারে অসংখ্য তারকা, গ্যালাক্সি, নেবুলা ও গ্রহ-উপগ্রহের সমাগম ব্ল্যাকহোলে নিদ্রিতা ও ...
আমরা সূর্য অভিমুখে যাত্রা করতে চাই আমাদের যাত্রা এটুকু নয়। আমরা রক্তস্নাত ইতিহাসকে আবারো চ্যালেঞ্জ জানাতে এসেছি আমরা রক্তগোলাপকে বহন করে নিয়ে যাব ইংল্যান্ডের রাণীর রাজসভায় ছিনিয়ে আনব কোহিনুর হীরা পুনরায়। আকাশ বেজে উঠুক পথ আগলে দিক বখাটেরা কাঁটা বিছিয়ে দিক শত্রুপক্ষ আমরা হাল ছেড়ে দেব না। কমিউনিস্ট সমাজ অভিমুখে পাও গাড়ির এই অভিযাত্রা চলবেই। আমরা সূর্য অভিমুখে যাত্রা করতে চাই আমাদের যাত্রা এটুকু নয়। আমাদের ভ্রমণ হোক সুখময় স্বর্গীয় অভিধানে লেখা থাক দীর্ঘাকায় বেদের পাতাগুলোতে আর অশ্লীল মহাকাব্যে।
তুমি কে? সেই রূপবতী নারী? যার ঠোঁটে ও শরীরে আমি এক সেক্সটিলিয়ন চুম্বন এঁকে দিতে চাই। অনেকটা নির্দ্বিধায়, নির্ভাবনায় হয়ে উঠুক জীবন্ত আমাদের বাকি সময়টা; হোক আমাদের নির্ভরতা সারা দিনময়।
Comments
Post a Comment