জ্বলব আবার ---- মুশফিক বরাত

সূর্যের রং নিভে যায়
শোষিতের আর্তচিৎকারে।
এই বাংলাদেশের সবটাই এখনো অপূর্ণ ;
দীঘিতে চিৎ হয়ে মরা মাছের মতো
একটা আস্ত নমুনা ভেসে চলছে
দিনের পর দিন।
কী লাভ বল?
কতটা দিন এভাবে একইভাবে
ভেসে বেড়াব আমরা?মূল
সমুদ্রে কখনো পৌঁছোব না?
মহান একুশ
তোমা হতেই আরম্ভ এই বাংলাদেশ
এরপর ৬২, ৬৯ তারপর ৭১।
এখন স্বাধীন।
কিন্তু আমরা জানি এখনো পরাধীন
এই বাংলাদেশ ;
বুর্জোয়ার দল ঘিরে ফেলেছে তোমাকে।
মাঝখানে অসংখ্য, অগণিত ভুখা, নাঙ্গা মানুষের
দুমুঠো ভাতের যোগান এখনো
দিতে পারেনি স্বাধীনতা।

একুশ
তোমাকে আশ্রয় করে আবার
জ্বলে উঠতে চাই আন্দোলনে, মিছিলে-মিছিলে।
কারণ তোমাতেই তো শুরু।

21/09/2021

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত