একটি গান --- মুশফিক বরাত

আজকের দিনটা অন‍্যরকম ছিল
মনটা মেতেছিল আকাশে
নীলে নীলে মিশে মিশে;
শীতল বাতাসে।

ভালোলাগা ছিল তোমার প্রতি
দিনটি দিনটি,
আমার চিঠির ইতি
ভুলোনা ভুলোনা।

হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে
ক্ষণিকের সবটুকু নিয়ে;
এসোনা কাছে
মেতেছে মনটা মেতেছে।

আকাশের ভাঁজে ভাঁজে কী রূপ দেখেছি
তোমার কাছে কী যেন শিখেছি
ভুলিনি ভুলিনি।

তোমাকে সাথে নিয়ে কত যে হেসেছি
নীল জানালায় ভেসেছি-
একটু পাবো ব'লে
একটু পাবো ব'লে।

২৩/০৯/২০২১

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত