বৃষ্টিমুখর দিনে --- মুশফিক বরাত

কেউ আসবে বলে প্রতীক্ষায় আছি
কত অমানিশা কেটে গেল, কত ভোর আসল
পাখিরাও কিচিরমিচির শব্দে কাটিয়ে দিয়ে গেল বিকেল;
বৃষ্টিও এসে জানান দিয়ে গেল হৃদয়
তবু অপেক্ষায় আছি-তবু এলোনা।

হঠাৎ আকাশে বিদ‍‍্যুৎ চমকালো
মেঘেরাও গুরুগুরু গর্জে উঠলো
সহসা আর্তনাদ করলো একটা কুকুর;
একটা নিকৃষ্ট প্রাণী নির্মম-কী নিরীহ
নীরবে লড়ে গেলো-
কী লড়াই-কী বেদনা-কী গুরুগম্ভীর।
এমন মুহূর্তে মনে পড়লো তোমাকে।
তুমি কী আমাকে এভাবেই ভাবছ?
আমি যেমন দিন-রাত।

মনে পড়ে, সেই ঝড়-বাদলের দিন
একা আমি একাই পার করে দিয়েছি একটা দুপুর
সেই রূপোলি সিনেমা দেখে-
যেটা আমাকে ভাবায়-খুব ভাবায়;
আমি জানি সহসা কেঁপে উঠবে তুমিও
সেটি আবার দেখতে চাই।

বৃষ্টি আসবে বলে আবারো নির্জন প্রতীক্ষা
নির্মোহ তাগিদ।
অপলক চেয়ে থাকব তোমারও দিকে
কোনো একদিন।

ভেবেছ কী অসহ‍্য যন্ত্রণা কাজ করে
ভেতরে ভেতরে
গোপনে গোপনে
তবু প্রতীক্ষায় থাকি।
অবশেষে বৃষ্টি থামলো।

১৮/০৯/২০২১

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত