হিরো আলম - মুশফিক বরাত

ঐ দ্যাখো ঐ চাঁদাবাজ যায়
মাস্তানদের আনাগোনা এখানে সর্বত্র
পুলিশের মারপিটে, জেল-জরিমানার ভয় কাটে না
তারাই নায়ক, তারাই হিরো।
হাজারো সাকিব আল হাসানের ভীড়ে;
হারিয়ে যায় প্রতিদিন হলিউড-বলিউড
এসে পড়েছে অচেনা রাস্তায়
ঐ কৈশোরের রাস্তায়, নর্দমার পাশে
যেখানে আছে শুধু লাঞ্ছিত মানুষের পদচারণা।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত