Posts

Showing posts from June, 2025

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত

আট শত কোটি আমন্ত্রণপত্র  আট শত কোটি হৃদয় প্রতিদিনের আগামী প্রতিদিনের আনন্দ, হাসি ও খুশি। সুপারনোভা বিস্ফোরণে হতবাক পৃথিবী সাময়িক উল্কাপিণ্ডে আতঙ্কিত। বিশ্বব্যাপী যুদ্ধবিরতির ডাক তুমি আর আমি তখনো চুম্বনে রত। ব্যালিস্টিক মিসাইল আমাকে কাঁপিয়ে দেবে কালকেও তবু ভালোবাসি তবু বিছানায় দুজনই যৌনকাতর  তবু আকাশছোঁয়া স্বপ্ন। কেন জানিনা দেশ নিয়ে কেউ ভাবছি না ইরানের পক্ষপাতিত্ব আর  ইসরাইলের পক্ষপাতদুষ্টতা নিয়ে আজকেও নিশ্চিন্তে ঘুমোতাম  নিদ্রিতা ও আমি।

ল্যাম্প হসপিটাল - মুশফিক বরাত

কাছের মানুষ দূরে রেখে  জ্বালিয়ে মোমের বাতি  প্রেমিকা নেই, বিয়ে নেই  ঘুচবে আজ রাত। পাশের বাড়ির খবর নেই দূর থেকে শুধু দেখা বিয়েটা হলো বুড়ো বয়সে চুমু জুটেনি আজো। আজো বোঝা যায়  আঁখির ঘর কত কাছে, অপুর বাসা কত দূরে আর প্রেমিকা রূপার পাত্তা নেই যখন আত্মীয়রা পিছুটান দিয়েছে                              প্রেম থেকে                     প্রেমহীন এই সংসারে।