ল্যাম্প হসপিটাল - মুশফিক বরাত
কাছের মানুষ দূরে রেখে
জ্বালিয়ে মোমের বাতি
প্রেমিকা নেই, বিয়ে নেই
ঘুচবে আজ রাত।
পাশের বাড়ির খবর নেই
দূর থেকে শুধু দেখা
বিয়েটা হলো বুড়ো বয়সে
চুমু জুটেনি আজো।
আজো বোঝা যায়
আঁখির ঘর কত কাছে,
অপুর বাসা কত দূরে
আর প্রেমিকা রূপার পাত্তা নেই
যখন আত্মীয়রা পিছুটান দিয়েছে
প্রেম থেকে
প্রেমহীন এই সংসারে।
Comments
Post a Comment