আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত

আট শত কোটি আমন্ত্রণপত্র 
আট শত কোটি হৃদয়
প্রতিদিনের আগামী
প্রতিদিনের আনন্দ, হাসি ও খুশি।

সুপারনোভা বিস্ফোরণে হতবাক পৃথিবী
সাময়িক উল্কাপিণ্ডে আতঙ্কিত।

বিশ্বব্যাপী যুদ্ধবিরতির ডাক
তুমি আর আমি তখনো চুম্বনে রত।
ব্যালিস্টিক মিসাইল
আমাকে কাঁপিয়ে দেবে কালকেও
তবু ভালোবাসি
তবু বিছানায় দুজনই যৌনকাতর 
তবু আকাশছোঁয়া স্বপ্ন।

কেন জানিনা
দেশ নিয়ে কেউ ভাবছি না
ইরানের পক্ষপাতিত্ব আর 
ইসরাইলের পক্ষপাতদুষ্টতা নিয়ে
আজকেও নিশ্চিন্তে ঘুমোতাম 
নিদ্রিতা ও আমি।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত