জয়দীপ দে-এর সব বইয়ের তথ্য একসঙ্গে

 জয়দীপ দে-এর সব বইয়ের তথ্য একসঙ্গে

===================
বইয়ের নাম: নিষুপ্ত
ধরন: উপন্যাস
লেখক: জয়দীপ দে (Joydip Dey)
প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ
আইএসবিএন নম্বর: 9789845261876
মূদ্রিত মূল্য: ২০০ টাকা
বইয়ের প্রচ্ছদ: সংযুক্ত আছে
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
প্রথম মূদ্রণ: বইমেলা ২০১৮
কাভার: হার্ড কাভার
বইয়ের সাইজ: ১/৮
ফ্ল্যাপের লেখা:
গ্রাম থেকে শহরে পড়তে আসা এক যুবকের টিকে থাকার যুদ্ধ; তারই সমান্তরালে একটা রাষ্ট্রও পার করছে এক কঠিন সময়। রাজনীতি, মিডিয়া, ফটকা পুঁজির কারবার, ক্রসফায়ার- এসবের মধ্যে দিয়ে যাচ্ছিল রাষ্ট্রটি। যুবক অবচেতনে জড়িয়ে পড়ছিল সেসব ঘটনায়। কিন্তু সবকিছু ছাপিয়ে একসময় যুবক আবিস্কার করে তার ধর্মীয় পরিচয়। বন্ধুদের আড্ডায় সে বলেই ফেলে একদিন, ‘ ... দেখ্ স্নিগ্ধা, এসব নিয়ে আলাপ করতে আমার খুব লজ্জ্বা লাগে। আর কোথাও খোলামেলা আলাপও হয় না। এসব যেন মাইনরিটি ফ্যামিলিগুলোর একান্ত কনফিডেনশিয়াল বিষয়। খাবারের টেবিলে ফিসফিসিয়ে বলতে হবে, হোটেলে হলে এক কোণায়- নীচুগলায়, অন্যরা যেন শুনতে না পারে ...’
সঙ্গোপনে থাকা এ কথাগুলো যুবকের জীবন চলার বাঁকে মাঝে মাঝে চোরাগোপ্তার মতো হানা দেয়। যতই চোরাকাটাকে অগ্রাহ্য করা যাক না কেন, দিনশেষে তার কিছু গ্লানি রয়ে যায় চেতনায়। তার এ অব্যক্ত কথাগুলোই ব্যঙময় হয়েছে ‘নিষুপ্ত’-এ। তবে জাতপাত বিষয়বুদ্ধির জঞ্জালের ভেতর নিভৃতে বেড়ে উঠেছে দুই মানব মানবীর কাছে আসার চেষ্টা। মানুষে মানুষে মেলবার কামনাই এ উপন্যাসের মূল সুর।
বইয়ের নাম: মাদ্রাজের চিঠি
ধরন: ভ্রমণকাহিনি
লেখক: জয়দীপ দে (Joydip Dey)
প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ
আইএসবিএন নম্বর: 9789845262408
মূদ্রিত মূল্য: ২০০ টাকা
বইয়ের প্রচ্ছদ: সংযুক্ত আছে
পৃষ্ঠা সংখ্যা: ১১২
প্রথম মূদ্রণ: বইমেলা ২০১৯
কাভার: হার্ড কাভার
বইয়ের সাইজ: ১/৮
ফ্ল্যাপের লেখা:
ভারত সরকারের আমন্ত্রণে ২০১৭-র ৩ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৫৪ দিনের একটি প্রশিক্ষণে যাই। প্রশিক্ষণ চলাকালে সপ্তাহে দুই দিন ছুটি ছিল। এছাড়া ছিল কিছু গ্যাজেটেড বন্ধ। সব মিলে একটা ভালো ঘুরবার সময় পেয়েছিলাম। সেই সুযোগ হাতছাড়া করিনি। দক্ষিণ ভারত ঘুরে দেখার চেষ্টা করেছি। ঘোরার সাথে সাথে নোট আকারে তার বিবরণ ফেসবুকে লিখেছি। অনেকে তা পড়েছেন। উৎসাহ দিয়েছেন। তাদের উৎসাহে বই করার দুঃসহাস। তবে ফেসবুক নোটের অনেক পরিমার্জন পরিবর্ধন এখানে লক্ষ করবেন আশা রাখি।
অনেকে বলতে পারেন, চেন্নাই একটা জায়গা হলো ভ্রমণ কাহিনি লেখার! সেখানে তো প্রতিবছর বাংলাদেশ থেকে লাখ লাখ লোক যাচ্ছে। কি এমন আছে সেখানে? তাদের সমীপে সবিনয়ে বলছি, এটা কোন ভ্রমণ কাহিনী নয়। ঘোরাঘুরির বর্ণনা আছে বটে, তবে লক্ষ কেবল তা নয়। একটা সমাজকে বহুতল থেকে দেখবার চেষ্টা করেছি এখানে। একটা শহরের প্রাণভ্রোমরাটার অবস্থান খুঁজে ফেরার প্রয়াস চালিয়েছি। আশা করি পড়লে খারাপ লাগবে না।
বইয়ের নাম: কাসিদ
লেখক: জয়দীপ দে (Joydip Dey)
ধরন: উপন্যাস
প্রকাশনী: কবি প্রকাশনী
আইএসবিএন নম্বর: 9789849511328
মূদ্রিত মূল্য: ৫০০ টাকা
বইয়ের প্রচ্ছদ: সংযুক্ত আছে
পৃষ্ঠা সংখ্যা: ২৮৮
প্রথম মূদ্রণ: ২০২০
কাভার: হার্ড কাভার
বইয়ের সাইজ: ১/৮
ফ্ল্যাপের লেখা:
পলাশী যুদ্ধ। কেবল একটা যুদ্ধ নয়, ইতিহাসের বাঁক ফেরানোর একটি ঘটনা। যে ঘটনায় পাল্টে গেল পুরো ভূ-ভারতের ভাগ্য। রাজা রাজাকে হারায়। রাজপাটে যায়। কিন্তু পলাশীতে হলো ভিন্ন ঘটনা। নবাবের অর্ধলক্ষ সৈনিকের মুখোমুখি হাজার মাইল দূর থেকে ভাগ্যান্বেষণে আসা বণিকদের ভাড়াটে সৈন্যদের একটা ছোট্টবাহিনী। সংখ্যায় মাত্র ৩ হাজার। কিন্তু ছোট্ট এই দলের সামনে ৮ ঘন্টা টিকে থাকতে পারল না নবাবের অর্ধলক্ষ সৈন্য। সব দায় কি চক্রান্তকারীদের? নাকি বিটুইন দ্য লাইনসে আরো কিছু আছে।
সেই সব প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে ইতিহাসের তোশাখানায় প্রবেশ। দীর্ঘদিন ধরে অনাদরে পড়ে থাকা ধূলিমলিন সূত্রগুলো ধরে এগুবার চেষ্টা।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উপর লেখা একটি উপন্যাস।
বইয়ের নাম: গহন পথে
ধরন: উপন্যাস
লেখক: জয়দীপ দে (Joydip Dey)
প্রকাশনী: কবি প্রকাশনী
আইএসবিএন নম্বর: 9789849511311
মূদ্রিত মূল্য: ২০০ টাকা
বইয়ের প্রচ্ছদ: সংযুক্ত আছে
পৃষ্ঠা সংখ্যা: ১০৪
প্রথম মূদ্রণ: ২০২০
কাভার: হার্ড কাভার
বইয়ের সাইজ: ১/৮
ফ্ল্যাপের লেখা:
স্কুলে যেতে যেতে বাবা বারবার বলছিল, ‘বাবু ভালা করিয়া পড়বায়। মাস্টারনি তারার কথা হুনবায়। তোমারে ফার্স্ট অয়া লাগব। দুই নম্বরোর কুনু দাম নাই দুনিয়াত।’
সেই থেকে কেবল ফার্স্ট হওয়ার যুদ্ধ। কখনো নিয়মের ভেতরে, কখনো বা বাইরে। একসময় সুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে রেল লাইনে। যে শিক্ষা মানুষকে বিকশিত করার কথা, সেই শিক্ষা হচ্ছে মৃত্যুর কারণ। এভাবে প্রতিবছর কত প্রাণ ঝরে যায় তার কোন হিসাব নেই কোথাও। এ মৃত্যুযাত্রার সুলুক সন্ধানে শিক্ষার গহন পথে এবারের যাত্রা।
মুক্তিযুদ্ধের অগ্রন্থিত ৮৪ টি কার্টুনের এক দুর্লভ সংকলন।
বইয়ের নাম: একাত্তরের কার্টুন
ধরন: সংকলন
লেখক: জয়দীপ দে (Joydip Dey)
প্রকাশনী: জলধি
আইএসবিএন নম্বর: 9789849438342
মূদ্রিত মূল্য: ২০০ টাকা
বইয়ের প্রচ্ছদ: সংযুক্ত আছে
পৃষ্ঠা সংখ্যা: ১১২
প্রথম মূদ্রণ: ২০২০
কাভার: হার্ড কাভার
বইয়ের সাইজ: ১/৮
ফ্ল্যাপের লেখা:
১৯৭১ সালে কলকাতার তৎকালীন জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর-এ বাংলাদেশের মুক্তিসংগ্রামের সংবাদের পাশাপাশি কার্টুন প্রকাশ করা হত। এ কার্টুনগুলো কেবল রঙ্গরসের আধার ছিল না, বাংলাদেশ সম্পর্কে পশ্চিমবঙ্গবাসীর দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি ছিল। কার্টুনগুলো মুক্তিযুদ্ধের এক অনন্য দলিল। এসবের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহের ধারাবাহিক বিবরণ পাওয়া যায়। সাথে মিলে রসিক মনের তীক্ষ্ণ পর্যবেক্ষণ। এতে মুক্তিযুদ্ধের অনেক অজানা বিষয় উঠে এসেছে। অর্ধশতাব্দী পর সেই কার্টুনগুলোকে আবার আলোর মুখ দেখিয়েছেন লেখক জয়দীপ দে। প্রথম কার্টুনগুলো গ্রন্থগত হলো। সারা পৃথিবীর মানুষের কাছে এই কার্টুনগুলোর মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের উজ্জ্বল অধ্যায়টি তুলে ধরার জন্য তা ইংরেজিতে অনুবাদ করেছেন রায়হানুল হারুন।
অতিমারি চলাকালে ঘটে যাওয়া কিছু মজার ঘটনার সংকলন।
বইয়ের নাম: বড়ভাই লকডাউন
ধরন: রম্য
লেখক: জয়দীপ দে (Joydip Dey)
প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশন
আইএসবিএন নম্বর: 9789849515302
মূদ্রিত মূল্য: ২০০ টাকা
বইয়ের প্রচ্ছদ: সংযুক্ত আছে
পৃষ্ঠা সংখ্যা: ৬৪
প্রথম মূদ্রণ: ২০২০
কাভার: হার্ড কাভার
বইয়ের সাইজ: সাড়ে ৫/ ৪ ইঞ্চি
ফ্ল্যাপের লেখা:
লকডাউন।
দরজা খুলে বাইরে পা রাখতে পর্যন্ত ভয়। দমবন্ধ করা পরিস্থিতি। চারদিকে সব হতাশার সংবাদ। মৃত্যু যেন শীতল নিঃশ্বাস ফেলছে কাঁধে।
মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। তখন ভাবলাম, এতো চাপ নিয়ে কি হবে? কপালে খারাপি থাকলে হবে। যতক্ষণ বেঁচে আছি হাসি-ঠাট্টা করে যাই। অন্যকেও যুক্ত করি। ফেসবুক ছাড়া ত আর উপায় নেই। প্রতিদিন ছোট ছোট স্ট্যাটাস লিখি। বিদ্রোহী কবির মতো বলে উঠি:
-গাহি তাহাদেরি গান
বিশ্বের সাথে জীবনের পথে যারা আজি আগুয়ান।
বাংলাদেশের রেল ব্যবস্থার উপর লেখা একটি পূর্ণাঙ্গ বই।
বইয়ের নাম: রেলকে ঘিরে
ধরন: গবেষণা
লেখক: জয়দীপ দে (Joydip Dey)
প্রকাশনী: হাওলাদার প্রকাশনী
আইএসবিএন নম্বর: 9789848966891
মূদ্রিত মূল্য: ৫৫০ টাকা
বইয়ের প্রচ্ছদ: সংযুক্ত আছে
পৃষ্ঠা সংখ্যা: ৩৪৮
প্রথম মূদ্রণ: ২০২১
কাভার: হার্ড কাভার
বইয়ের সাইজ: ১/৮
ফ্ল্যাপের লেখা:
রেলকে ঘিরে সাধারণ সব প্রশ্ন ও কৌতূহলকে কেন্দ্র করে এ বইটি লেখা। প্রাকৌশলিক জটিলতায় না গিয়ে অল্প কথায় জনমানুষের বোধগম্য করে লেখা হয়েছে সে সবের উত্তর।
রেলওয়ে শুধু একটা পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান নয়। রেলওয়ের সঙ্গে এ অঞ্চলের আধুনিক সভ্যতার বিকাশ জড়িয়ে আছে। রেলকে ঘিরে গত দেড়শ বছরের অধিক সময় যে সংস্কৃতি ও সভ্যতার বিকাশ হয়েছে তার কিছু আলোকচ্ছটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ট্রেনকে যারা কেবল একটা লোহা-লক্কড়ের যন্ত্র ভাবেন না, রেলকে ঘিরে যাদের আবেগ কাজ করে, তাদের জন্য এটি সংগ্রহ করে রাখার মতো বই।
বইটির প্রধান স্বকীয়তা এটি বাংলাদেশের রেলওয়ের কমবেশি সকল বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। এমন কাজ আর আগে হয়নি।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত