ভগবানের দৃষ্টিতে ক্ষত - মুশফিক বরাত

একটি জুলাই বিপ্লব 
একটি আগস্ট গণঅভ্যুত্থান 
সহস্রাধিক লাশ
লাশ কাটা ঘরে
ক্ষত-বিক্ষত পড়ে আছে
শুকায় না, জোড়া লাগে না।

ধর্ষিতা বোন‌ আর্তচিৎকারে অবনত
সমাজ মানে না, ভোলে না।

গাঁজাখোর মদ্যপ হয় না
মদ্যপ যুবকের সিগারেটে আসক্তি নেই
                                      জানি না।

আকাশ মেঘে ঢাকা
মুহুর্মুহু গর্জন বিদ্যুতের 
তবু বৃষ্টি নামে
তবু বন্যায় ভাসমান কিশোরী।

দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন স্বদেশ বারবার
লাল পতাকা স্বগৌরবে উড়ে না।

বিড়াল-কুকুরের ডাস্টবিনে আশ্রয়
বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত সব খাদ্যে
মানুষ জাগে না।

যেমন বাইবেল কুরআন মানে না
যেমন অশ্লীলতা সুশীল হয় না
গরীব ধনী হয় না।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত