ডার্ক - মুশফিক বরাত

নিদ্রিতা ডার্ক ম্যাটার ও
আমি ডার্ক এনার্জি।

এই আধো-অন্ধকারে আমাদের দেহ দুটি মিলে গেল।
আমার এনার্জি মহাবিশ্বের পঁচানব্বুই ভাগ ছড়ানো
তোমার নগ্ন দেহের পঁচানব্বুই শতাংশ 
আমি নিমেষেই এলোমেলো করে দিতে পারি!!
তাতে তোমার প্রাক্তন প্রেমিকের কোনো যায়-আসে না
আমি থোড়াই পাত্তা দেই তাকে।

এসো মহাবিশ্বের মতো যাচ্ছেতাই ভালোবাসা হোক
আমাদের বাইরের বাকি অংশ চুম্বনে ও জড়িয়ে 
ছিন্নভিন্ন করে দিই।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত