চল্লিশ বছর - কমরেড মুশফিক বরাত
চল্লিশ বছর অতিবাহিত হলো
প্রতিটা মুহূর্ত
শেষ মুহূর্তের প্রতীক্ষায়
এর শেষ কোথায়?
প্রতি মুহূর্তের পরে আসে এক ট্রিলিয়ন বছর
নারী ও উপহারবঞ্চিত এ জীবন
দামী মলাটে বন্দী।
এর শেষ কোথায়?
ছোট্ট কুঁড়েঘরে প্রযুক্তিছাড়া দিশেহারা
এক প্রেমিকার গল্প ফুরোয় না।
লাল পতাকা যখন মোবাইলে বন্দী
তখন এক রাত তুমুল বৃষ্টিপাত চাই।
গুগলে চর্চিত চার্চে যীশু ক্রুশবিদ্ধ হোক।
এর শেষ কোথায়?
তিনশত টাকার জীবন
সুযোগ খুঁজছিল খুব চা ও বিস্কুটের
আর লাল জুতো ও রেশমী পোশাকের
এ গল্পের শেষ কোথায়?
এটাকে তুমি গল্প বলবে নাকি ভৎসনা।
বড় হতে চাওয়ার ফন্দি-ফিকির
আমার আর ভালো লাগছে না
ভালো লাগে না।
Comments
Post a Comment