ফেসবুকের একটি ভাইরাল পোস্ট --- মুশফিক বরাত

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতিতে গত ১২.০২.২০২১ তারিখে একটা পোস্ট করেছিলাম।পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে। 'এক হাতে শৈশব অন‍্য হাতে জীবিকা.... আহারে!!! জীবন....' নামক পোস্টটিতে প্রথম ৩০০ মিনিটে ২১০টি লাইক পড়ে।ছবিতে দেখা যায়- একটি ছেলে দাড়িপাল্লাসহ মাছ নিয়ে দাঁড়িয়ে আছে।তার অন‍্য হাতে রয়েছে খেলনা গাড়ি। আর সারাদিন শেষে লাইক গিয়ে দাঁড়ায় চার শ'র কাছাকাছি।অনেকেই মন্তব‍্য করেছেন।একজন বাংলাদেশের এই পোস্টটি দেখে ভারতবর্ষের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন।লিখেছেন, ' ভারতবর্ষ এগিয়ে চলেছে।মোদির হাত ধরেই। মোদির দৃষ্টি শুধু আদানি আম্বানির দিকে দীন দুঃখীদের জন্য নয়।' বিপ্লব সেন নামে একজন ছোটখাট একটা কবিতাও লিখে ফেলেছেন।যেটি হলো ---

শৈশব হারিয়ে গেছে
দরিদ্রের ওই দীনতায়
স্বাধীনতা গণতন্ত্র এসব কথা
তোলা থাক মনের কল্পনায়
ব্রিটিশ চলে যাবার পঁচাত্তর বছর পরে
আজও শৈশব চুরি যায়
দারিদ্রের পরিসরে
গণতন্ত্র ভোট বাক্স সব
কথার কথা
নেতা মন্ত্রী লুঠ করে যায়
দারিদ্রের দীনতা
এই স্বাধীনতার কি আছে
যে মানে
শৈশব বিদীর্ণ যে হায়
ভাত কাপড়ের সন্ধানে
বিদ্যালয় বই খাতা
সব স্বপ্ন মনে হয়
বোতাম টিপে পাঁচ বছর
করি হাসি মুখে অভিনয়
যে ব্যবস্থা জোটাতে পারে না
শিশুর মুখের অন্ন
শিরদাঁড়া তার বেঁকে গেছে হায়
কি করবে ভবিষ্যৎ প্রজন্ম
অন্ন বস্ত্র বাসস্থান এই
তিন জীবন যাত্রার মূল
এই ব্যবস্থায় দেখি যে ভাই
সব যে প্রতিকূল
ভাবতে শেখার যে কথা
শুনি

মহান ঋত্বিকের গলায়
এই ছবি সব নাগরিককে
বেশি করে ভাবতে শেখায়।
দেবাংশু মিত্র বলেছেন, ভিক্ষা বা চুরি করা থেকে ভালো! গরীব প্রকৃত! সঞ্জয় ভট্টাচার্য এককথায় বলেছেন ----- ছবিটি অসাধারণ।আমার ফেসবুক তৎপরতার আরেকটি খবর জানাতে চাই।চন্দ্রভুক প্রকাশন লিটারেচার ক্লাবে সুমাইয়া বিনতে জামান অর্থী লিখেছেন- লেখক, গবেষক ও আর্ট কিউরেটর এবাদুর রহমান সম্পর্কে। ১৬ বছর ধরে লিখিত তার একটি উপন‍্যাস ' মজনু শাহ ফকিরা 'র প্রতি কপির আন্তর্জাতিক দাম ধরা হয়েছে ৩ লাখ টাকা যার মাত্র ১৭ কপি ছাপানো হবে।বাংলাদেশের কেউ কিনতে চাইলে দাম পড়বে ১ লাখ ১০ হাজার টাকা।লিখেছিলাম যে, আমিও কিনবো।সুমাইয়া বিনতে জামান অর্থী প্রত‍্যুত্তরে বলেছেন- ভাই পড়া শেষে ধার দিয়েন।পরে আবার লিখেছেন- পড়ে ফেরত দিয়ে দিবো।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত