মুশফিক বরাত সম্বন্ধীয়

 আমার একটি লেখা Left Democratic Alliance( বাম গণতান্ত্রিক জোট ) ছাপিয়েছে। তা নিম্নরূপ :


বাংলাদেশের বাম গণতান্ত্রিক জোটের প্রথম দিককার সমন্বয়ক ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।বর্তমানে দায়িত্বে আছেন সিপিবির আবদুল্লাহ ক্বাফী রতন। ২০১৮ সালের ১৮ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ‍্যমে ৮টি বাম দলকে নিয়ে গঠিত হয় বাম গণতান্ত্রিক জোট।একসময় কমরেড শাহ আলম ও বজলুর রশীদ ফিরোজও এই দায়িত্বে ছিলেন।বাম জোটের এখন প্রয়োজন রাজপথ থেকে বড় ঐক্য।আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় রাজনীতির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ‍্যে তারা কাজ করছে।কার্যক্রম আরো জোরদার করার লক্ষ‍্যে তারা প্রয়াস চালিয়ে যাচ্ছে।আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে নিরঙ্কুশ বিজয়ের দিন ঘোষণা করার মাধ‍্যমে ' গণতন্ত্রের বিজয় দিবস ' উদযাপন করেছে।অন‍্যদিকে বাম জোট এটাকে 'কালো দিবস' হিশেবে ঘোষণা দিয়েছে।বাম গণতান্ত্রিক জোট দিনটিকে ঘিরে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করেছিল।এজন‍্যে জোটের নেতাদের দেশবাসীর প্রতি কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার আহ্বান ছিল।এ বছরের ৬ জানুয়ারি ইসি অফিস ঘেরাওয়ে পুলিশের বাধা পেয়ে নেতারা অভিযোগ করেন যে, দুর্নীতি ও লুটপাটের জন‍্য নির্বাচন কমিশন তার নৈতিক অধিকার হারিয়েছে।বাংলাদেশ সরকার গত ২ জুলাই রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে স্থায়ী-অস্থায়ী ৫১ হাজার শ্রমিক, ৪০ লাখ পাটচাষী ও পাটচাষ-পাটশিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৪ কোটি মানুষকে কর্মহীন করে চরম দুর্দশায় ফেলেছিল শুধুমাত্র লোকসানের অজুহাতে।বাস্তবে পাটকল দেশী-বিদেশী লুটেরা-মাফিয়াদের কাছে বিক্রির অপচেষ্টা চলছে।এর প্রতিবাদে বাম জোটের নেতারা রাজপথ অবরোধ করেছে; বিভিন্ন স্থানে মানববন্ধন-সমাবেশ-সড়ক অবরোধ ও মিছিল করেছে।এছাড়াও চলমান গ‍্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে তাদের কর্মসূচি আছে।এমতাবস্থায় এ দুঃসময়ে দেশবাসীকে বাম গণতান্ত্রিক জোটের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

Link below : https://www.facebook.com/groups/299702417443629/permalink/983675925712938/



Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত