জোটের আন্দোলন কর্মসূচি --- মুশফিক বরাত

সিপিবি, বাসদ ও গণসংহতি আন্দোলনসহ আটটি বাম দল নিয়ে গঠিত হয়েছে বাম গণতান্ত্রিক জোট। ৬ নভেম্বর ২০১৮-তে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসে জোটের নেতারা।সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম জানিয়েছিলেন, প্রয়োজনে নির্বাচন বয়কট করে আন্দোলনের জন‍্য প্রস্তুত বাম গণতান্ত্রিক জোট।

সংলাপে তারা বলেছিল- সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, মিথ‍্যা-গায়েবি মামলা বন্ধ করে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। আরো দাবির মধ‍্যে ছিল ইভিএম ব‍্যবহার না করা ও বিরোধী জোটের উপর দমন-পীড়ন বন্ধ করা ইত‍্যাদি।

নির্বাচন পরবর্তীতে ঘটেছেও তাই।কালো টাকার খেলা হয়েছে, ভোট ডাকাতি-ভোট চুরি, খুন-জখম-মারামারি ইত‍্যাদি সব ধরণের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সংলাপে আরো উপস্থিত ছিলেন কমরেড খালেকুজ্জামান, শুভ্রাংশু চক্রবর্তী ও জোনায়েদ সাকি।একাদশ সংসদ নির্বাচনের দুই বছর পর এসে জোট গত নির্বাচনকে ' কালো দিবস ' হিশেবে ঘোষণা দিয়েছে।
তারা জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলের মধ‍্যে ছয়টি বন্ধ ঘোষণা করে সরকার বাকিগুলোও বন্ধের আয়োজন করছে। এ বছরের ১০ ও ১২ জানুয়ারি বাংলাদেশের নয় জেলার দশটি চিনিকল ও আখচাষ এলাকায় তৃণমূল সফরে যান জোটের আট প্রতিনিধি।স্থানীয় চিনিকলগুলোর শ্রমিক ও আখচাষীদের নিয়ে পথসভা করা হয়।এখানে উল্লেখ যে, প্রতিবছর সেপ্টেম্বর মাসে পরবর্তী বছরের জন‍্য আখচাষ করতে চিনিকলগুলো থেকে কীটনাশক, সার, বীজ ও ঋণ দেওয়া হয়।এ বছর কোনো চিনিকল থেকেই সেই ঋণ ও প্রণোদনা দেওয়া হয়নি বিধায় এ বছরে আখ চাষ ব‍্যাপক শঙ্কার মধ‍্যে।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ‍্যোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পিপিপি বা লীজ নয় আধুনিকায়ন করে পাটকল চালু, পাটখাত ধ্বংস ও দুর্নীতি লুটপাট বন্ধ, লোকসানের জন‍্য দায়ীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিশেবে স্থানীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এখানে জানিয়ে রাখা উচিত যে, এবারের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বাম জোটের পক্ষ থেকে ঢাকা-১৯ আসনে দাঁড়িয়েছিলেন কমরেড সৌমিত্র কুমার দাস।তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও বন্ধু।সৌমিত্র দা ও আমি একই সাথে একবিংশ শতাব্দীর প্রথম দশকে শ্রমিক আন্দোলনের পাশাপাশি রাজনীতি করেছি।সাভার-আশুলিয়া শ্রমিক এলাকায় আমাদের ঘন ঘন যাতায়াত ছিল।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত