সূর্যের কাছে একশতায়ূ ... ------ অভিলাষ মাহমুদ

আমি কি বৃদ্ধ হয়ে গেছি? পেকে গেছে গোঁফ দাড়ি, পেকে চুল। বৃদ্ধ হয়ে গেলে প্রাণ পাখি পলায়
পলায় ... চাঁদ জানে, জোছনা জানে আমার
আয়ূ কত। নদী জানে , সমুদ্র জানে আমার আয়ূ
কত। ঝর্ণা জানে, পাহাড় জানে আমার
আয়ূ কত। সাত ভাই চম্পা জানে আমার আয়ূ কত। কেউ বিশ্বাস করুক আর না করুক - পৃথিবীর সব জড়, সব জীব জানে আমার আয়ূর পরিমান কত ... আমি এখনো বৃদ্ধ হইনি। এত তাড়াতাড়ি হব'ও না। শুক্র ও শনি গ্রহকে দান করেছি
আমার অর্ধায়ূ। আমার আয়ূ ধার করে একশ বছর
বাঁচতে চায়- বাঘের মাসি বিড়াল। কেউ মানুক আর না মানুক - সূর্যের কাছে রেখেছি জমা আমার
একশতায়ূ একশ বছর আগে ।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত