১৪ ফেব্রুয়ারি গীতিকার আশিক বন্ধুর জন্মদিন উপলক্ষে কবি অভিলাষ মাহমুদ একটি কবিতা লিখেছেন।আশিক বন্ধু এবি মিউজিক স্টেশনের একজন গীতিকার।

ফাগুনী চাঁদ হাসছে

--- অভিলাষ মাহমুদ


ফাগুনী চাঁদ হাসছে দেখি আজ এ রাতে,
ইচ্ছাগুলো থাকতে চায় না মনো ঢেরাতে।
জুনি পোকা ছড়ায় আলো এ কথা জেনে,
লক্ষ তারার ফুলের মালা পরাবো যারে এনে।
হাসি- খুশি, ছড়া- গান আর কবিতা দিয়ে,
সারা রাত ভেবে কাটে শুধুই তারে নিয়ে।
নগর বাউলের ভালোবাসা রেখেছে হৃদয়ে যার,
আমিও কবিতা ছড়া গানে লিখে যাই কথা তার।
শিউলী ফুলের মালা গেঁথে চাই তারে পরাতে,
কর্মেই সে থাকবে বেঁচে জানি সুন্দর এই ধরাতে।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত