ব্যাস এটুকুই - মুশফিক বরাত

দিনাজপুর থেকে সোজা নিউইয়র্ক ভ্রমণে যেতে চাই
তারপর পাড়ি দেব মাল্টিভার্স ও ইউনিভার্স
নিদ্রিতা ও বরাতের ভালোবাসার এক সমুদ্র মূল্য দেব
আকাশ হতে মাটিতে ঝরে পড়তে
বৃষ্টির যতটুকু ব্যাপ্তি 
ততটুকু আমাদের পথচলা।

তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের দুর্ঘটনা 
এখনো ভাবায়
এখনো কাঁদায়।

মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ও ভারতীয় উপমহাদেশের সংমিলনে
গড়ে উঠতে পারে বৃহত্তর মানববসতি।
তুমি আর আমি সময়ভ্রমণে ঘুরে আসতে পারি
এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে
তাতে একরত্তিও সময় লাগবে না।

ইংল্যান্ডের রাণী ঘুম থেকে জেগে উঠবে
আমি তোমাকে ভালোবাসি- পংক্তিটুকু 
পৃথিবীর সব ভাষায় ব'লে দিতে চাই।

কার্ল মার্কস ও কমরেড লেনিনসমগ্র
আবৃত্তি করব প্রতিদিন মিছিলে।
'পুঁজি' গ্রন্থটি ছাপিয়ে ফেলব পুনরায় সব ভাষায়।

পাতিনেতাদের সমস্ত নির্দেশ এক নিমেষেই 
রপ্ত ক'রে নিতাম।
মনে হয় যেন ভারতের মন্ত্রীসভার বারোটি মন্ত্রণালয়
মুহূর্তেই গিলে খেতে পারি।

নিদ্রিতা
আমি জেনেছিলাম 
তার চেয়ে ঢের বেশি
শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম 
         ‌         ব্যাস এটুকুই!

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত