অনন্ত বর্ষ - মুশফিক বরাত

অনন্ত বর্ষা ও অনন্ত বর্ষ
প্রতি মুহূর্তের পরে তোমার আধুনিক 
কলিংবেলে বাজতেই থাকে
আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাকতেই থাকে।

বন্ধু 
তোমার ও আমার প্রতীক্ষায় খোলা শাওয়ারের নিচে 
অনন্তকাল দাঁড়িয়ে আছে যে নারী
তাকে তুমি চুম্বন করোনি এখনো।

শরতের আকাশ দীর্ঘকাল মেঘমুক্ত ছিল
তাকিয়ে দেখবার একটুও ফুরসৎ হলোনা তোমার।

প্রতি গ্রীষ্মের রোদে পাবলো নেরুদা ও আমি
একটি কবিতা নিয়ে বায়না ধরেছিলাম
তোমার কাজল চোখ নজর দেয়নি
আমাদের চশমায় এক বছর কেটে গিয়েছিল এমনি!

একটি নিরুদ্দেশ পত্র লিখেছিল নিদ্রিতা
না জবাবের অপেক্ষায় নয়-
জবাব লেখা ছিল পূর্বের বসন্তে 
আমাদের ভালোবাসার প্রতিদান দিতে
অনন্ত বর্ষায় গা ভাসাতে 
অনন্ত বর্ষ জড়িয়ে ধরতে।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত