লবনাক্ত নীল --- প্রকাশ চন্দ্র রায়

তোমার জলেই আপাদমস্তক
ডুবেছিলাম,,
ডুবতে ডুবতে অবশেষে,
মোহন সাঁতার শিখেছিলাম ।
.
চিৎ সাঁতারে বুক সাঁতারে,
জলক্রীড়া'র ষোলকলায়,
ক্রমেই যখন দক্ষ হলাম- 
.
তখন তুমি আমাকে ফেলে,
মিশে গেলে সাগর জলে ।
.
অবাক হয়ে চেয়ে দেখি,
বদলে গেছে তোমার রঙ
বদল গেছে তোমার ঢঙ;
.
এখন তুমি অপেয় অপাঙক্তেয়,
লবনাক্ত নীল-
ঝিলমিল মরীচিকার মত,
নাচো অন্য বুকে । 
.
আমাকে ছেড়ে আছো কি
বিশেষ সুখে ?

----  প্রকাশ চন্দ্র রায়
কিশোরীগঞ্জ,,নীলফামারী।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত