সমুদ্রে হাঙ্গর ( এখানে সাম্রাজ‍্যবাদী আমেরিকা অর্থে হাঙ্গর ) --- মুশফিক বরাত

 ১.

পেছনে রেখে নীল পানি ওড়ে গাঙচিল,
ফেরে না
পানির কামার্ত কারুকল্লোলে মুছে যায় পদচিহ্ন
হাঁটুচঞ্চল পানিস্পর্শে, মোহসুধায় আর্দ্র:
অসহায় পৃথিবী দু'চোখে শঙ্কা।
তিন লাইন পানি আর এক লাইন পৃথিবী।

২.
নিত‍্য আনাগোনা রঙচঙ্গে নীলের গভীরতা
থেকে তেল চপচপে মাটির গন্ধে আরেক
মন্বন্তর হলেও রক্তনেশায় হানা দেয়
বারবার, থামাও বন্ধ কর কত শত আওয়াজ
শুধু শুধুই আওয়াজ জিহ্বা-আলজিহ্বা হয়ে
প্রতিধ্বনি, আর কিছু না, জলে জলে সাঁতরে
কামানধারাল দাঁত উঁকি দেয় স্থলে।ধেয়ে
আসে হাঙ্গর, পেলে ছাড়বে না কিছুই
মানুষ কিংবা জড়বস্তু, উগলে দেবে গেলা
বোমা, খেয়ে নেবে তেলের ড্রাম মানুষ কিংবা জড়বস্তু

৩.
গাঙচিল কিন্তু আর ফেরেনি
চিৎকার দিয়ে দিয়ে চলে গেছে।

৪.
হাঙ্গর ধরা পড়ে
একদিন সত‍্যিসত‍্যিই একটা হাঙ্গর ধরা পড়ে
পেট ফেঁড়ে দেখা গেল
ঘড়ি, বোতল, বিবিসি, বিশ্বব‍্যাংক,
অসংখ‍্য রাষ্ট্রযন্ত্র, ভোয়া, মানুষের হাত আর জাতিসংঘ।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত