বাংলাদেশ --- মুশফিক বরাত

কালো মেঘে ঢেকে যাওয়া একটি নাম
বাংলাদেশ।
কলিতে হাজারো পোকা বাংলাদেশের
ঘূণে-ধরা ভঙ্গুর কাঠে শত শত রাজাকার
বাংলাদেশ
সরকারি কর্মচারী থেকে মন্ত্রীপরিষদ
লাখো লুটেরার আবাস।

তুমি কবে শত্রুমুক্ত হবে বাংলাদেশ?
বিদেশী পণ‍্যে সয়লাব এদেশে
দেশী ব্লেডে সত‍্যিই তো মসৃণ হয় না গাল।
বহুজাতিক কোম্পানির ভিড়ে একের
পর এক বন্ধ কারখানার লক্ষ শ্রমিক
হয়তো না খেয়েই থাকে?
নরম বিছানায় শুয়ে তুমি জান না
মন্ত্রী সারা দিন ভুখা থাকার মজাটা।

দায়ে পড়ে বারো ঘণ্টা লোকঠকানো
রোজা রাখ
তাও সেহেরী খেয়ে।
আর আমার ভাঙ্গা প্লেটে মাটির
শ্রমিক চব্বিশ ঘণ্টা ভাত পায় না।
কারখানার মরচে ধরা গেটে
দাঁড়িয়ে কেঁদে কেঁদে হয়রান একাকী।

কালো মেঘে ঢেকে যাওয়া একটি নাম
বাংলাদেশ
কলিতে হাজারো পোকা বাংলাদেশের।
মিথ‍্যে ধর্মের আর কত দোহাই দেবে
বাংলাদেশ?
ধর্মের নামে সন্ত্রাস করে বেড়ায় লাদেন
তুমি তাকে সাবাসী দেও,
ইরাকের নিরপরাধ জনগণের প্রতি
সমবেদনা জানালেও গোপনে
দালালি করো আমেরিকার।

সেই স্বপ্ন দেখি বাংলাদেশ......
তুমি প্রত‍্যাখান করেছ পুঁজিবাদের
নগ্ন প্রেমের প্রস্তাব
আর লাথি মেরেছ উন্নতির পথের কাঁটা
সন্ত্রাসকে।

Date: 01/01/2001

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত