ফুলের পাপড়িকে ----- মুশফিক বরাত

তোমাকে প্রথমবার যেদিন দেখি
ভেবেছিলাম ফর্সা তন্বী এক রমণী
আমিও প্রথমবার ভালোবেসে ফেললাম।
তোমাকে দ্বিতীয়বার যেদিন দেখি
দেখেছি তার ভেতরে গাঢ় হলুদ বর্ণের
এক নারীকে।
আমিও দ্বিতীয়বারের মতো ভালোবেসে ফেললাম।
এরপর
তুমি ধীরে ধীরে হয়ে উঠেছো
রমণী থেকে এক নারীতে।
আমিও বারবার প্রেমে পড়ে যাই।
তারিখ- ২০/১১/২০২১
দিনাজপুর।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত