নিদ্রিতা, তোমার জন‍্যে ---- মুশফিক বরাত

দেহগহ্বরের ভেতরে তুমি, বাইরে আমি
অনেক মাস হলো- অনেক বছর
হলো তোমাকে দেখিনা।
নিদ্রিতা আসছে, আসছে নিদ্রিতা:
প্রিয় শহরে- আমারই প্রিয় শহরে
শিউলি ভেজা সকালে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা
সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে
বলা হয়েছে।একদিন গভীর নিম্নচাপে
আমিও ডুবে মরবো।
একবিন্দু ভোরের শিশির কখনো চোখে ভাসবে কি?
কখনো অশ্রু হয়ে গড়াবে কি?
কখনো-

একজন জুয়াড়ি খেলে চলছে অবিরাম
তার সর্বস্ব খুইয়ে পথ চেয়ে রইলো রাস্তায়;
তুমি তাকে ফেরাতে পারবে কি?
আমি হলেও পারতাম না
কোনো ফর্সা সুন্দরী নারীকে ললিতার মর্যাদা না দিতে-
ভুলে গিয়েছো তোমার স্নেহবান পিতার কথা
যে তোমাকে আমার কাছে আসতে বলেছিল
ভাসতে বলেছিল
কাঁদতে বলেছিল;
আমি তোমাকে হারাবো ব'লে তাও
বলতে পারিনি।
নিদ্রিতা এখনো কত আঁধার-রাত্রি জুড়ে
তোমার নিয়ত বিচরণ
স্বপ্নে- আহ্লাদে- আবদারে
আমাকে ভুলো না কখনো
আমাকে ভুলো না কখনো।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত