এবং নিদ্রিতা --- মুশফিক বরাত

বন্ধুরা বলে তুমি আছো, তুমি নেই
প্রতিবেশীরা বলে তুমি আছো, তুমি নেই।
মাথায় ঘোমটা দিয়ে আসবে ব'লে
ভাবছিলাম তোমার কথা দিনমন
ভাবছিলাম- সারারাত ধরে ভাবছিলাম।

কাউকে খুঁজছি।খুঁজছিলাম প্রাণান্ত প্রচেষ্টায়
যে ছিল চির অপেক্ষায়।
ওড়না দুলিয়ে এগিয়ে গেল বেশ কিছুটা পথ;
তার হাসি ভুবন ভোলানো, তার চাহনি হৃদয় কাঁপানো
শৈশবে কখনো থমকে দাঁড়ায় যে,
আহা!কি বলি, এমনই সে
যে আমার অন্তর-বাহিরে দীর্ঘ পদধূলি
মাথায় ঘোমটা দিয়ে আসবে ব'লে-
ভাবছিলাম নিদ্রিতার কথা
ভাবছিলাম- সারারাত ধরে ভাবছিলাম।

ঘোমটা ঈষৎ সরিয়ে ভুবন ভুলিয়েছিল
বন্ধুরা বলে তুমি আছো, তুমি নেই।
প্রতিবেশীরা বলে তুমি আছো, তুমি নেই।
নীল নৌকো চালিয়ে শাদা কামিজে যে
চোখের সাগরে মাতিয়ে রেখেছিল যে
শাদা ওড়নাটা চেয়ে নিয়েছিল
আমি বলেছিলাম- আবার দেখা হবে।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত