রেড ক্রসিং --- মুশফিক বরাত

যখন দেখি মোনালিসা পেইন্টিংয়ের চেয়ে একজন
পান্ডার সামর্থ‍্য বেশি
যখন ভগবান তার স্বর্গীয় লেজ গুটিয়ে পালায়।
যখন দেখি আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির
কোনো ভেদ নেই( রবি ঠাকুরের মতো )
তখন আকাশ ফেটে পড়ে নিনাদে
ঘন ঘন বিদ‍্যুৎ চমকায়
আর সাম্রাজ্যবাদ দেয় তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক;
উদাস কবির কবিতা ছাপাবার স্বপ্ন আর নগ্ন নারীর
হাজারো পোজ অনবরত বাতাস কাঁপায়।

বেগতিক কৃষক ইরি আবাদের কৃতিত্বের
লজ্জা বয়ে নিয়ে বেড়ায়
ঈশ্বর তার প্রকাণ্ড রক্তাষ্মু জিহ্বা বের করে।
উড়িয়ে দেয় গ্রামের পর গ্রাম, শহরের পর শহর
ভেঙে যায় বিদ‍্যুতের খুঁটি- ভাসমান সোনালী ধানক্ষেত;
আচমকা ডাক দিয়ে যায় অজানা নূহের প্লাবন।

একদিন হঠাৎ নিদ্রিতাকে বলে উঠলাম,
বড়ই দুরন্ত কিশোর ছিলেন স্টিফেন হকিং।
আমি কথা দিয়েছিলাম হাসবো না।
তারপর কত চন্দ্রভূক অমাবস‍্যা পেরিয়ে গেছে( সুনীলের মতো )
নিদ্রিতার দেখা নেই, কথা নেই।
আমিও আর বহুদিন হাসিনি।

নাটোরের বনলতা সেনের কাছাকাছি
দুটো সিগারেট ধরালাম।তারপর শীতল বালুকায়
ছুঁড়ে দিয়ে মাড়িয়ে দিলাম।
এবং আবারো রেড ক্রসিং।

---- ১৬/০৪/২০২২

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত