কাশফুল বনাম ঘাসফুল --- মুশফিক বরাত

একটি কাশফুলের গল্প লিখতে বসেছি
হতে পারে সেটি একটি কাশফুলের আত্মকাহিনী

নারীরা কোনোদিন পায়নি কাশফুলকে
পেয়েছে শুধু কেবলি ঘাসফুল
নিদ্রিতার স্পর্শ ঘটবে যেদিন কাশফুলের সাথে
মেখে নিতে পারবে তার স্বাদ
গায়ে-চিবুকে
সেদিন সাংস্কৃতিক বিপ্লব ঘটবে
সেদিন গল্পটা হবে শ্রমজীবীর
সেদিন গল্পটা হবে কৃষকের।

ছুঁয়ে দিতে পারো তুমিও একটি কাশফুল একদিন।
আমিও বলে দিতে পারি পরের সবটুকু।

এসো বসি ঘাসে
ঘাসফড়িংয়ের পাশে
লতাগুল্মের কাছাকাছি।
বিসিএস ক‍্যাডার বসে পড়ল ঘাসে
বিপ্লবীরা ছুটছেন দিগ্বিদিক।

একদিন ভাববাদীরা আমাকে হুমকি দিল,
এ অভিনয়টা তোমাকে করতে হবে,
একটা বাচ্চার অভিনয়
একজন শিশুর অভিনয়।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত