বাইসাইকেলে মৃত‍্যু - মুশফিক বরাত

ম‍্যালেরিয়ায় মৃত‍্যু ঘটলো আবারো এক হাজার।
পতিতাদের কোনো রাগ নেই
যেমন নেই কোনো দম্ভ, মিথ‍্যে অভিমান
নেই লাজ-লজ্জা, গেঁয়ো স্বভাব
হেসে উঠতে লাগে না অজুহাত।
নিদ্রিতার
একটি স্বাক্ষরের প্রতীক্ষায় সারাদিনের অপেক্ষা।

বন্ধুর কাছে জানতে পারলাম,
ডিসি অফিসের নিয়ন্ত্রণে মাছ মারার সরঞ্জাম
সেদিন বাইসাইকেলে অপমৃত‍্যু ঘটলো একজন পতিতার।
একটি স্বাক্ষরের প্রতীক্ষায় সারাদিনের অপেক্ষা।

একজন কবি লিখে চলেছে অবিরাম
তার সর্বস্ব দিয়ে
একজন উপন‍্যাসিক ঘেমে যাচ্ছেন
দর্জিখানায় সেলাই মেশিন চলছে দিন-রাত
অন‍্যদিকে
মুচির নেই কোনো অবসর।
একটি স্বাক্ষরের প্রতীক্ষায় সারাদিনের অপেক্ষা।

জনৈক ছোট্ট শিশু চেয়ে বসলো বাবা-মা
বাবা চেয়ে বসলো শিশুর কোমল স্পর্শ।

কনফেকশনারি ব‍্যবসায়ী বললো,
মুখে মুখে তর্ক করবেন না।
হঠাৎ খবর পাই মনে,
এ শহরে তর্কের ঝড় উঠেনি কোনোদিন।

গ্রাম ছেড়ে পালাচ্ছেন কৃষক,
আমি হলে বিশ্বাসই করতাম না।

ঈশ্বরের লজ্জাষ্কর মুখ-
ভেসে যাচ্ছে শহর-বন্দর-নগরী
ভেসে যাচ্ছে গাছপালা, বটবৃক্ষ, নদী, সমুদ্র
সহসাই বাঁক নিল সিডর
ধরো রাধার প্রতীক্ষায় স্বয়ং শ্রীকৃষ্ণ।
বিদ‍্যুতের খুঁটি রেহাই দেয়নি
আমার শিশুকেও।

তবুও
নিদ্রিতার একটি স্বাক্ষরের প্রতীক্ষায়
সারাদিনের অপেক্ষা
সারাদিনের অপেক্ষা
একটি স্বাক্ষরের প্রতীক্ষায়।।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত