নির্বাচন ও নারী - কমরেড মুশফিক বরাত

কেউ বলে নারী
কেউ বলে ললনা
হতে পারো তুমিও পত্নী
তারা রমনী, অর্ধাঙ্গিনী, কামিনী।

পথটা হবে শ্রমিকের
পথটা হবে কৃষকের
সমাজতন্ত্রে একদিন আমরাই পৌঁছুবো।

হারিয়ে যাচ্ছে সৌহার্দ্য-সম্পর্ক-সম্প্রীতির বন্ধন।
পৃথিবীটা এমন-
এখানে ভগবানের নাম নিলেও
ভালো ব‍্যবহার দেখাতে হয়।
একাকী, নিঃসঙ্গ
অসহায়-নিরুপায় পথিকবর
আমরা সকলেই।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত