ভালোবাসার হার - মুশফিক বরাত

বলছো তো, মমতাজের কাছে শাহজাহান হেরে যায় নি?
শিরির কাছে ফরহাদ?
কিংবা
কেটের কাছে বরাত।

সেই মুর্শিদকুলি খাঁর আমল থেকে
তোমার জন‍্য বরাদ্দ রেখেছি
অষ্টধাতু দিয়ে তৈরী কামান।

জানো নি! ফুল ছুঁতে গিয়ে কাঁটার আঘাত!!
তোমার-আমার ভালোবাসার কাছে
জনার্দনও হার মানবে।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত