রাশেদ-মানিকের কেচ্ছা - মুশফিক বরাত

আমার দু'জন বন্ধু আছে
একজনকে আপনি ক'রে বলি
আরেকজনকে বলি তুমি
এপার বাংলা-ওপার বাংলার গল্প শুনি।

আমার দুরবস্থা দেখে মানিক পরে
নিতে চেয়েছিল একজোড়া গগলস।
রাশেদ প্রথমটায় কিচ্ছু বলেনি
পরে জানালো, ' একদিন তোমাকে পুরো
বিশ্ব দেখাবো।'

রাশেদের সাথে আমার ব‍্যবধান আর
মানিকের সাথে আমার সখ্যতা কমেনি
কমেনি কথার ফুলঝুড়ি, তার গতিময়তা।
তারা দু'জন থামলেও
আমি এখনো থামিনি।
তৃতীয় পক্ষ দৈববাণীর মতো জানান দিল,
' জানি, একদিন তুমিই পারবে?'

জমা হোক বৃষ্টি
জমা হোক মেঘমালা, কবিতার পংক্তিমালা
জমা হোক তাও।
লেখা থাক আমার প‍্যাপিরাসের পাতায়।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত