একজন ছাড়া - মুশফিক বরাত

একজন ছাড়া
তবুও উপন‍্যাসিক
একজন ছাড়া
তবুও কবি, সাংবাদিক
একজন ছাড়া
অভিনেতা, কলামিস্ট
একজন ছাড়া
বিখ‍্যাত সিনেমার নায়িকা
শ্রমিকবিমুখ সাধারণ জনতা।

শুধু একজন
জেল-জরিমানার ভয়!!
তারপরও পতাকা হাতে এগিয়ে যাচ্ছে
জনৈক রাজনীতিবিদ
সবাইসহ সুনির্দিষ্ট লক্ষ‍্য অভিমুখে।
যেমন একজন ছাড়া
স্বয়ং ভগবান।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত