দর্শন - মুশফিক বরাত

লক্ষ জনতা ঘুমিয়ে পড়ছে বারবার
আধো ঘুমে কাতরাচ্ছে প্রতিদিন
দর্শনহীন শত শত সংগঠন গজিয়ে উঠছে
লতা-গুল্মের ন‍্যায়
ঘিরে ধরছে প্রতিনিয়ত বাকহীন মানুষগুলোকে
তুমি মার্কসের কাছে ফিরে যেও;
সাহিত্যের কাছে চেও ভালোবাসা
কবিতার কাছে অশ্রু
প্রগতিশীল সিনেমার কাছে আনন্দের অবগাহন
কমরেড বরাতের কাছে দর্শন।

বিলাপ-অপলাপে বিশৃঙ্খল পৃথিবী
শৃঙ্খল ভাঙার গান নেই
লাল স্বপ্ন দেখার অবকাশ নেই
হন‍্যে হয়ে ছুটছি তো ছুটছি।
যেমনি বুর্জোয়ার ভগবানের কথা নেই
সহসা লিফলেট নেই
নেই কোনো পোস্টার-ফেস্টুন।
বাকরুদ্ধ অবস্থায় কেবলি অর্থ গুনছে
কেবলি অবৈধ ডলার মাপছে।

সস্তা দর্শনে খেই হারিয়ে ফেলছে নির্বোধ জনতা
তাদের জাগাবে কে?
তাদের সুশিক্ষিত করবে কে?

তেমনি পেটি বুর্জোয়া পায়নি খুঁজে সুশিক্ষা
চারিদিকে তীব্র শ্লোগান-
অলীক প্রেমে মশগুল নীল জনতার
গোলাম হতে রাজি নই আমরা।
কথা ঘুরছে কেবলি মৌমাছির চাকে
পত্রিকার পাতা জুড়ে
ব্লগের বিষমতায়।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত